নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ এএম, ০৪ জুলাই ২০২১
নারীবিদ্বেষী মন্তব্যে বিপাকে দিনেশ কার্তিক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। তবে সেই সুনাম বেশি দিন স্থায়ী হলো না। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্তিকের বুদ্ধিদীপ্ত এবং বিশ্লেষণাত্মক ধারাভাষ্যের কারণে অনেকেরই সুনাম কুড়িয়েছিলেন তিনি। টুইটারে অনেকের তার ধারাভাষ্যের প্রশংসা করে বলেছিলেন, অদূর ভবিষ্যতে তিনি খ্যাতনামা ধারাভাষ্যকার হওয়ার যোগ্যতা রাখেন। ভক্তদের সেই টুইটের রিপ্লেও দিয়েছিলেন তিনি।

সুদিন বেশি দিন স্থায়ী হলো না কার্তিকের। এবার সেই টুইটারেই তার বিরুদ্ধে চলছে নানা সমালোচনা। ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজে ব্যাটের গুণাগুণ বিশ্লেষণ করতে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

কার্তিক তার ধারাভাষ্যে বলেছিলেন, 'ব্যাটসম্যান এবং তাদের ব্যাট পছন্দ না হওয়া-এটা যেন যুগ যুগ ধরে চলে। বেশিরভাগ ব্যাটসম্যানেরই নিজেদের ব্যাট পছন্দ নয়। তাদের সব সময় অন্যের ব্যাট ভাল লাগে। ভাল ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো। তাদের সব সময় ভাল লাগে।'

কার্তিক এর এমন মন্তব্যে হতাশ তার অনুসারীরা। ভবিষ্যতে ধারাভাষ্যে এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন তিনি এমনটাই প্রত্যাশা তাদের।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না স্মিথ

মাঠেই লুটিয়ে পড়লেন উইন্ডিজের দুই নারী ক্রিকেটার (ভিডিও)

মাঠেই লুটিয়ে পড়লেন উইন্ডিজের দুই নারী ক্রিকেটার (ভিডিও)

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

সাকিবসহ এলপিএল ড্রাফটে সাত বাংলাদেশি

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব

ক্রিকইনফোর দৃষ্টিতে ‘বাজে আচরণের রাজা’ সাকিব