সিরিজ রক্ষার ম্যাচে আড়াইশও করতে পারলো না জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৯ জুলাই ২০২১
সিরিজ রক্ষার ম্যাচে আড়াইশও করতে পারলো না জিম্বাবুয়ে

সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বোলিং তোপে ২৮ দশমিক ৫ ওভারে ১২১ রানেই গুটিয়ে গিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি। জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪১ রানের লক্ষ্য দিতে পেরেছে জিম্বাবুয়ে।

রোববার (১৮ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওয়েসলি মাধভেরে।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ৪৬ রান দিয়ে শিকার করেছেন ৪টি উইকেট।

ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ৩৩ রানের দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটি থেকে আসে ৪৭ রান। ব্রেন্ডন টেলর ও রেজিস চাকাভা দুজনের ব্যাট থেকে আসে এ রান।

পঞ্চম উইকেট হারানোর পর ৬ষ্ঠ উইকেট জুটিতে আসে ৬৩ রান। দীর্ঘ দিন পর এ ম্যাচ দিয়ে মাঠে ফেরা সিকান্দার রাজার সঙ্গে ওয়েসলি মাধভেরের জুটিতে আসে এ রান। জিম্বাবুয়ের পক্ষে এ দুটি জুটিই বড় ছিল।

অধিনায়ক ব্রেন্ডন টেইলর ছিলেন দুর্ভাগা। বাংলাদেশকে হিট-উইকেট উপহার দেওয়ায় ফিফটি থেকে বঞ্চিত হয়েছেন। ৫৭ বলে ৪৬ রান করেছেন তিনি। সিকান্দর রাজার পর শেষ দিকে আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

অন্যদিকে, বল হাতে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নিয়েছে ৪ উইকেট। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেওয়া সাকিব পেয়েছে ২টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, সাইফউদ্দিন এবং মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লিটনের সেঞ্চুরির পর সাকিবের ঘূর্ণি, বাংলাদেশের রেকর্ড গড়া জয়

লিটনের সেঞ্চুরির পর সাকিবের ঘূর্ণি, বাংলাদেশের রেকর্ড গড়া জয়

বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ঢুকতে পারে বাংলাদেশও

বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ঢুকতে পারে বাংলাদেশও

নিজের ব্যাটিংয়ে তৃপ্ত লিটন

নিজের ব্যাটিংয়ে তৃপ্ত লিটন

মাশরাফির রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব

মাশরাফির রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব