মাশরাফির রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ এএম, ১৭ জুলাই ২০২১
মাশরাফির রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব

সাকিবের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের অধিনায়কের উইকেট শিকার করেই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশিরাফি বিন মর্তুজার রেকর্ড ভাঙেন সাকিব। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বনে যান বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

বর্তমানে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। এ রেকর্ড গড়ার পথে ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। এতদিন ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন মাশরাফি।

পাঁচ ম্যাচ কম খেলেই (২১৩ ম্যাচে) ২৭৪ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র তিনজন বোলার ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ খেলে শিকার করেছেন ২০৭ উইকেট।

বাংলাদেশের পক্ষে ওয়ানডে চতুর্থ এবং পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে আছেন যথাক্রমে রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান। রুবেল ১০৪ ম্যাচে শিকার করেছেন ১২৯ উইকেট আর মোস্তাফিজের শিকার ৬৭ ম্যাচে ১২৪ উইকেট।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পর্যন্ত ২১৩ ম্যাচে শিকার করেছেন ২৭৪ উইকেট। শুক্রবার (১৬ জুলাই) হারারেতে ক্যারিয়ারে তৃতীয় বারের মত পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।

ওয়ানডেতে বাঁহাতি স্পিনে সাকিবের থেকে বেশি উইকেট শিকার করেছেন মাত্র দুইজন। বাঁহাতি স্পিনে সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। তিনি ৩৬৮ ইনিংসে শিকার করেছেন ৩২৯ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। তিনি কিউইদের হয়ে ২৭৭ ইনিংসে শিকার করেছেন ৩০৪ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটন দাসের সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটন দাসের সেঞ্চুরি

জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

শূন্যের শীর্ষে তামিম ইকবাল

শূন্যের শীর্ষে তামিম ইকবাল