দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৩:২৯ এএম, ২১ জুলাই ২০২১
দুইশ'র মাইলফলক ছুলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (২০ জুলাই) ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলেতে নেমেছেন তিনি। পঞ্চম বাংলাদেশি হিসেবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের অভিষেক। এরপর থেকে ক্যারিয়ার জুড়ে বিভিন্ন চড়াই উতরায় পাড়ি দিয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। এর আগে বাংলাদেশের জার্সিতে দুইশ ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন মাত্র চারজন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশের হয়ে ২২৭ ম্যাচ খেলেছেন।

দ্বিতীয় স্থানে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২২০ টি। তবে বাংলাদেশের হয়ে খেলেছেন ২১৮ ম্যাচ এবং এশিয়া একাদশের হয়ে খেলেছেন ২ টি ওয়ানডে।

এরপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তামিম ইকবাল আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২১৯ টি এবং সাকিব আল হাসান ২১৪ টি। সবগুলো ম্যাচই বাংলাদেশের হয়ে খেলেছেন তারা দুইজন।

মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে ক্যারিয়ারে করেছেন ৪৪৬৯ রান। বাংলাদেশের হয়ে আইসিসি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরির মালিক রিয়াদ। ওয়ানডে ক্যারিয়ারের সবগুলো সেঞ্চুরি আইসিসি টুর্নামেন্টে করেছেন। এছাড়াও বল হাতে এখন পর্যন্ত ৭৬ উইকেট শিকার করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এছাড়াও এর পরের চারটি স্থানে আছেন যথাক্রমে মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনাথ জয়াসুরিয়া(৪৪৫), কুমার সাঙ্গাকারা (৪০৪) এবং শহীদ আফ্রিদি (৩৯৮)। শীর্ষ চারজন ক্রিকেটারই ক্যারিয়ারে চার শতাধিক ওয়ানডে খেলেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাল্টে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ সূচি

পাল্টে গেল বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ সূচি

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

জিম্বাবুয়েও টি-টোয়েন্টি খেলছেন না তামিম, শঙ্কা অস্ট্রেলিয়া সিরিজেও

ফিঞ্চের ইনজুরিতে অধিনায়কত্ব পেলেন ক্যারি

ফিঞ্চের ইনজুরিতে অধিনায়কত্ব পেলেন ক্যারি

আইসিসির সদস্য হলো মঙ্গোলিয়া-তাজিকিস্তান ও সুইজারল্যান্ড

আইসিসির সদস্য হলো মঙ্গোলিয়া-তাজিকিস্তান ও সুইজারল্যান্ড