টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-মোস্তাফিজের উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৫ আগস্ট ২০২১
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-মোস্তাফিজের উন্নতি

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশি ওপেনার নাঈম শেখ, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার (৪ আগস্ট) আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৯ বলে ৩০ রানের ইনিংস খেলার সুবাদে র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে অবস্থান করেছেন ২৫ নম্বরে। একই ম্যাচে অজি ব্যাটসম্যান এগিয়েছেন ১৩ ধাপ। তিনিও নাঈম শেখের সাথে যৌথভাবে ২৫ নম্বরে অবস্থান করছেন।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন বিভাগেই উন্নতি করেছে। ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ৫৬ নম্বরে। বোলিংয়ে ৩ ধাপ এগিয়ে লঙ্কান পেসার দুশমন্থ চামিরার সাথে যৌথভাবে ১৮ নম্বরে অবস্থান করছেন তিনি। এছাড়াও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা মোহাম্মদ নবীর সাথে ব্যবধান কমিয়েছেন সাকিব।

অস্ট্রেলিয়ার সাথে প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেট শিকার করা মোস্তাফিজুর রহমান ১৬ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৩০ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকা সৌম্য সরকার এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

সৌম্য সরকার ৪ ধাপ পিছিয়ে বর্তমানে আছেন ৩৯ নম্বরে। অপরদিকে ১ ধাপ পিছিয়েছে ৩৫ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। দুইজনই র‍্যাঙ্কিংয়ে ৩৪ নম্বরে অবস্থান করছিলেন।

উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৪৮ নম্বরে। তারই জাতীয় দল সতীর্থ জেসন হোল্ডার ১৭ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে অবস্থান করছেন। এছাড়াও এগিয়েছেন ক্যারিবিয়ান লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত পারফর্মেন্স করা লঙ্কান ক্রিকেটারদেরও র‍্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন হয়েছে। লঙ্কান পেসার দুশমন্থ চামিরা ১৯ ধাপ এগিয়ে সাকিবের সঙ্গে ১৮ নম্বরে অবস্থান করছেন। স্পিনার আকিলা ধনঞ্জয়া ২৯ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন।

সেরা ৫০ বাইরে এগিয়েছেন অজি পেসার অ্যান্ড্রু টাই। তিনি ৭ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৭০ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট শিকার করে ৩৩ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে অবস্থান করছেন আরেক অজি পেসার জশ হ্যাজলেউড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গ্যালারিতে দর্শক নিয়ে মাঠে গড়াবে কাশ্মীর লিগ

গ্যালারিতে দর্শক নিয়ে মাঠে গড়াবে কাশ্মীর লিগ

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

বাংলাদেশ দু’টি বল বাতিল করলেও পারেনি অস্ট্রেলিয়া

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

অজি বধের দিনে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড