এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লেখালেন দীনেশ চান্দিমাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ এএম, ১৪ আগস্ট ২০২১
এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লেখালেন দীনেশ চান্দিমাল

শ্রীলঙ্কা ক্রিকেটে সাথে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন দীনেশ চান্দিমাল। প্রায় বছর খানিক ধরে জাতীয় দলে দেখা না গেলেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন এ ব্যাটসম্যান।

নেপালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ। এ লিগের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন দীনেশ চান্দিমাল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে গ্লাডিয়েটর্সরা।

টুর্নামেন্টটি খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত চান্দিমাল। তিনি বলেন, ‘নেপালের মতো সুন্দর দেশে যাওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। গ্লাডিয়েটর্সের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি আমি।’

শ্রীলঙ্কার হয়ে ৬২ টেস্ট,১৪৯ ওয়ানডে এবং ৫৭ টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন চান্দিমাল। এছাড়াও শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছেন তিনি।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ছাড়াও থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং দানিশ আজিজ। আফ্রিদি খেলবেন কাঠমুন্ডু কিংসের হয়ে আর দানিশ আজিজ চিটওয়ান টাইগার্সের হয়ে মাঠে মাতাবেন।

শহীদ আফ্রিদির দলে থাকবেন নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দ্বীপ লামিচানে। দলটির অধিনায়কের দায়িত্বে থাকতে পারেন লামিচানে।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের সব ম্যাচই আয়োজিত হবে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড মাঠে। চলতি বছরের ৯ সেপ্টেম্বর পর্দা নামবে নেপালের প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঘোষণা

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

লঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান

লঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান