অনুশীলনে উজ্জীবিত আফগান ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ২১ আগস্ট ২০২১
অনুশীলনে উজ্জীবিত আফগান ক্রিকেটাররা

তালেবানদের ক্ষমতা দখলের মধ্যেই শুরু হয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। দেশের যে রকম অবস্থায় হোক না কেন জাতীয় দলের অনুশীলনে ক্রিকেটাররা ছিলেন বেশ উজ্জীবিত। পাকিস্তান সিরিজকে সামনে রেখে কাবুলে অনুশীলন ক্যাম্প করছে তারা।

বুধবার (১৮ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে আফগান দল। আকাশপথে চলাচল স্বাভাবিক হলেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমাবে আফগান দল। বিষয়টি নিশ্চিত করেছেন আফগান বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি।

এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ছিল তালেবান শাসন। সে সময় খেলাধুলার উপর নিষেধাজ্ঞা ছিল। আবারও তালেবান ক্ষমতায় আসার পর থেকেই ক্রিকেটসহ অন্যান্য খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে প্রধান নির্বাহী জানিয়েছে, ক্রিকেট নিয়ে কোনো সমস্যা নেই। আগেও তালেবানরা ক্রিকেট নিয়ে সমস্যা করেনি। এখনও করবে না। তালেবানরা ক্রিকেটে কোনো দূর্ঘটনা ঘটায়নি বলে জানিয়েছেন।

ছেলেদের ক্রিকেট মাঠে গড়ালেও মেয়েদের ক্রিকেটের ব্যাপারে কোনো কথা বলেননি শিনওয়ারি। তবে কিছুদিনের মধ্যেই এ বিষয়ে উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

ছেলেদের ক্যাম্প নিয়ে বেশ উচ্ছ্বসিত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিনি বলেন, ‘ক্যাম্পে সব ক্রিকেটাররা বেশ উচ্ছ্বসিত। আকাশপথে যোগাযোগ ঠিক হলেই দল শ্রীলঙ্কায় যাবে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কারণে মূলত সিরিজটি সরিয়ে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সূচিও প্রকাশ করেছে এসিবি। চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগের আসরগুলোতে ছয়টি দল অংশ নিলেও এবারের আসর থেকে তা হবে ৮ টি।

এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ক্রিকেটকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর। এছাড়াও ভারত-পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়ায় ক্রিকেট দ্রুতই এগিয়ে যাবে বলে আশাবাদী তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস

আইপিএলে অনিশ্চিত কামিন্সসহ চার অজি তারকা

আইপিএলে অনিশ্চিত কামিন্সসহ চার অজি তারকা

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া