তালেবান শাসনে ক্রিকেটের ক্ষতি হবে না: আশাবাদী রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২২ আগস্ট ২০২১
তালেবান শাসনে ক্রিকেটের ক্ষতি হবে না: আশাবাদী রশিদ খান

তালেবানদের ক্ষমতা দখলে বেশ উদ্বিগ্ন হয়েছিলেন রশিদ খান। টুইট করে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছিলেন। তার টুইট এবং বিমর্ষ চেহারাই বলে দিচ্ছিলো কতটা উদ্বিগ্ন তিনি।

তালেবানরা ক্রিকেটে কোনো নেতিবাচক প্রভাব না ফেলার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই বেশ উৎফুল্ল রশিদ খান। তিনি জানিয়েছেন, তালেবানরা ক্রিকেটকে ভালোবাসে, এ কারণে আফগান ক্রিকেটের জন্য কোনো অশনিসংকেত দেখচ্ছেন না তিনি।

অস্ট্রেলিয়ার এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে রশিদ খান বলেন, ‘তালেবান শাসনে ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়বে না। সবাই ক্রিকেট ভালোবাসে। তারাও ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেটারদের পাশে থাকে।’

ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড খেলতে ইংল্যান্ডে আছেন রশিদ খান। সেখান থাকাকালীন টুইট করে পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। উইকেট শিকার করে নিজের চিরাচারিত উদযাপণও বন্ধ করেছিলেন।

সাম্প্রতিক সময়ে একাধিকবার তালেবানরা জানিয়েছেন, ক্রিকেট নিয়ে তাদের কোনো সমস্যা নেই। দাবি করেছে, তারাই আফগানিস্তানে ক্রিকেট এনেছিল। ক্রিকেটের উন্নতিতেও কাজ করার কথাও তারা বলেছে।

তালেবানদের এ বক্তব্যের কারণেই নিশ্চিন্ত হয়েছেন রশিদ খান। তালেবানরা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশাবাদী তিনি। তাই তো নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন।

এ বিষয়ে রশিদ খান বলেন,‘গত কয়েকদিন তালেবানদের কিছু সাক্ষাৎকার দেখেছি। খেলা নিয়ে তাদের কথা বলেছেন, জানিয়েছেন তাদের কোনো সমস্যা নেই। তারা খেলোয়াড়দের বিশ্বজুড়ে খেলতে দেখতে পছন্দ করেন, ক্রিকেটকে ভালোবাসেন। এ মুহূর্তে ক্রিকেটে তালেবানরা কোনো সমস্যা দেখছেন না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

অনুশীলনে উজ্জীবিত আফগান ক্রিকেটাররা

অনুশীলনে উজ্জীবিত আফগান ক্রিকেটাররা

মার্কিন বিমানের চাকায় ছিল আফগান ফুটবলারের ছিন্ন-ভিন্ন দেহ

মার্কিন বিমানের চাকায় ছিল আফগান ফুটবলারের ছিন্ন-ভিন্ন দেহ

তালেবান থেকে দেশ রক্ষায় রশীদ-নবীর আকুতি

তালেবান থেকে দেশ রক্ষায় রশীদ-নবীর আকুতি