ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ এএম, ৩১ আগস্ট ২০২১
ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট বিনি

মাত্র ১৪ ওয়ানডে, ৬ টেস্ট এবং ৩ টি-টোয়েন্টিতেও আটকে গিয়েছিল স্টুয়ার্ট বিনির ক্যারিয়ার। তবে এর পরেও বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৪ সালে টাইগারদের ৫৮ রানে অলআউট করার ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন বিনি। ৩৭ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন।

সোমবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে নিজের বিদায়ের কথা জানান স্টুয়ার্ট বিনি। বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আমার ক্রিকেট জীবনে সকল কোচের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই সকল নির্বাচকদের যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমার সকল বন্ধুদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা আমার ক্রিকেটীয় পথচলার স্বাক্ষী থেকেছে। আমার অধিনায়কেরা যারা আমার ওপর বিশ্বাস রেখেছে। এসবের কিছুই সম্ভব হতো না যদি না আমার পরিবার আমার পাশে না থাকত। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’

২০১৪ সালে বিনির কারণেই ভারতকে ১০৫ রান করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। মিরপুরে সে ম্যাচে স্টুয়ার্ট বিনির বোলিং তোপে মাত্র ৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সে ম্যাচে ৪ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। এটাই ওয়ানডে ক্রিকেটে কোনো ভারতীয় ক্রিকেটারের সেরা বোলিং।

ক্রিকেটীয় পরিচয়ের বাইরে ক্রিকেটপ্রেমীদের কাছে আরও পরিচয় আছে তার। স্টুয়ার্ট বিনি ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রজার বিনির ছেলে। স্টুয়ার্ট বিনির স্ত্রীও ক্রিকেট দুনিয়ার পরিচিত মুখ। ক্রিকেট সঞ্চালক মায়ান্তি আগারওয়াল বিনির স্ত্রী।

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন স্টুয়ার্ট বিনি। ঘরোয়া ক্রিকেটে ১০০ ওয়ানডে এবং ১৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে ফিরলেন ওকস-বিলিংস

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে ফিরলেন ওকস-বিলিংস

আইপিএলে খেলবেন হাসারাঙ্গা-চামিরা

আইপিএলে খেলবেন হাসারাঙ্গা-চামিরা

আইপিএলে খেলার এনওসি চেয়েছেন সাকিব

আইপিএলে খেলার এনওসি চেয়েছেন সাকিব

জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা

জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা