করোনায় আক্রান্ত মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
করোনায় আক্রান্ত মিরাজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। বর্তমানে আইসোলেশনে আছন তিনি। এর ফলে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফর্মেন্স (এইচপি) দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি।

জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের নিয়মিত ম্যাচ খেলা সুযোগ করে দিতে এইচপি দলের বিপক্ষ ‘এ’ দলের ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারদিনের এ ম্যাচে খেলতে পারছেন না টেস্ট অধিনায়ক মমিনুল হক।

মমিনুল হকের ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া কথা ছিল। তবে তার বাবা অসুস্থ থাকাউ ছুটি নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দলের সাথে যোগ দিবেন তিনি।

বিমানবাহিনীয় থেকে ডাক পড়ায় খেলতে পারছেন না পেসার এবাদত হোসেন চৌধুরি। আরেক পেসার আব জায়েদ রাহি শারিরীক অসুস্থতার কারণে খেলতে পারছেন না।কোভিড থেকে সেরে উঠার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে মাঠে নামায়নি টিম ম্যানেজমেন্ট।

‘এ’ দল এবং এইচপি দল নিজেদের মধ্যে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। একদিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলা হচ্ছে না মাদুশাঙ্কা ও পেরেরার

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলা হচ্ছে না মাদুশাঙ্কা ও পেরেরার

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল