বিসিবির নির্বাচনে কোন প্যানেল থাকছে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
বিসিবির নির্বাচনে কোন প্যানেল থাকছে না

ছবি : স্পোর্টসমেইল২৪

চলতি সেপ্টেম্বরেই নাজমুল হাসান পাপনের শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদের মেয়াদ। বিশ্বকাপ থাকায় এবার মেয়াদ শেষ হওয়ার পরেই সপ্তাহের মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, অন্যবার প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার তা থাকছে না। এককভাবে নির্বাচন করবেন প্রার্থীরা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বর্তমান কমিটি শেষবারের মতো বোর্ডে সভায় বসেছিল। সভাশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্যানেল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত সবার জন্য পরিচালক পদ উন্মুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সভা শেষে পাপন বলেন, ‘আমার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে। আমি একজন পরিচালক হয়ে আসবো। প্রথম আবেদন আমি সভাপতি হতে চাই না। এরপর কী হবে তা আমি জানি না।’

নির্বাচনের কোনো প্যানেল থাকছে না  উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রত্যেকবার প্যানেল থাকে। প্যানেল দিলে আর কেউ নির্বাচনে দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না, সে আমার ক্যান্ডিডেট। আমি আশা করবো, এবার ইলেকশনটা হোক।’

চলতি সেপ্টেম্বরেই বিসিবির প্রধানের মেয়াদ শেষ হচ্ছে। শুরুতে নির্বাচন করবেন না বললেও এখন তিনি নির্বাচনে থাকছেন। তবে প্যানেল নিয়ে নির্বাচন করছেন না সে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। কারণ তিনি চান, নতুন প্রজন্ম থেকে যেন কেউ নির্বাচনে আসুক। পাপনের ধারণা, এভাবে চলতে থাকলে তিনি মরার আগ পর্যন্ত আর কেউ বিসিবির সভাপতি হতে চাইবেন না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি

তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন

সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু

সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু