ইপিএল খেলতে ঢাকা ছাড়লেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১
ইপিএল খেলতে ঢাকা ছাড়লেন তামিম

ছবি : সংগ্রহীত

লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন যথেষ্ট টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এ ওপেনার। বিশ্বকাপে না থাকলেও ইনজুরির থেকে সেরে ওঠায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়েছেন এ বাঁহাতি ব্যাটার।

এভারেস্ট প্রিমিয়ার লিগে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ইপিএল খেলতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টায় নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তামিম।

এই বাঁহাতি ব্যাটার ইপিএল খেলবেন ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের আইকন ক্রিকেটার হিসেবে। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম কোনো বিদেশি লিগে আইকন ক্রিকেটার হলেন।

ইপিএল খেলার আগে তামিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলেছেন। তবে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামা হয়নি তার। 

ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সে তামিম ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন লঙ্কান বাঁহাতি ব্যাটার উপুল থারাঙ্গা। একই দলের সাবেক লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের খেলার কথা ছিল। শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

তামিম-থারাঙ্গা ছাড়াও ইপিএলে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকার উপস্থিতি থাকবে। খেলবেন শহিদ আফ্রিদি-সিকান্দার রাজারা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াবে ইপিএলের এ বছরের আসর। চলতি বছরের ৯ অক্টোবর ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

‘ব্যাটসম্যান’ নয় ‘ব্যাটার’, নিয়ম করলো এমসিসি

‘ব্যাটসম্যান’ নয় ‘ব্যাটার’, নিয়ম করলো এমসিসি

ওয়ানডে বিশ্বকাপ আয়োজনেও আবেদন করেছে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ আয়োজনেও আবেদন করেছে বাংলাদেশ