চট্টগ্রামের ক্রিকেট উন্নয়নে আরও কাজ করতে চান আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামের ক্রিকেট উন্নয়নে আরও কাজ করতে চান আকরাম

বাংলাদেশের ক্রিকেটে সবসময় ছিল চট্টগ্রামের ক্রিকেটারদের আধিপত্য। তবে বর্তমানে কিছুটা কমে এসেছে বন্দর নগরীর ক্রিকেটারদের আধিপত্য। তবে আবারও জাতীয় দলে চট্টগ্রামের ক্রিকেটাদের সংখ্যা বাড়বে বলে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোয়নয়ন পত্র জমা দিতে আসেন আকরাম খান। এবারের নির্বাচনে চট্টগ্রামের বিভাগের প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক পদে নির্বাচন করছেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বিসিবি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন আকরাম খান। এ সময় তিনি তার উপর বিশ্বাস রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান। আকরাম খান বলেন, ‘চট্টগ্রাম বিভাগে আমাদের যারা কাউন্সিলর আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। আমরা প্রথমত নিজ বিভাগ চট্টগ্রাম এবং দেশের জন্য কাজ করছি।’

মাঝে জাতীয় দল এবং জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক দলগুলোতে চট্টগ্রাম বিভাগের ক্রিকেটার কমে গেলে এখন আবার বাড়ছে বলে জানান আকরাম খান। তিনি বলেন, ‘জাতীয় দল কিংবা অনূর্ধ্ব ১৯ দল বলেন আগের চেয়ে বেশি ক্রিকেটার খেলছে। ভবিষ্যতে আরও বাড়বে।’

এছাড়াও চট্টগ্রামে ক্রিকেট একাডেমি তৈরি হচ্ছে বলে জানান তিনি। একাডেমির বিষয়ে আকরাম খান বলেন, ‘আমাদের একটা একাডেমি করার পরিকল্পনা ছিল। কোভিডের কারণে আমরা পিছিয়ে পড়েছি। পরিস্থিতি ভালো থাকলে কিছুদিনের মধ্যেই কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রতিভাবান ক্রিকেটারদে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

এর বাইরে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বিষয়েও কথা বলেন আকরাম খান। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করার কথা থাকলেও তা কাগজে কলমেই আটকে আছে।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আমরা যারা ক্যাটাগরি-১, জেলা ও বিভাগ থেকে এসেছি তারা এ বিষয়ে অনেকে এগিয়েছি। আমি নিশ্চিত ২-৩ মাসের মধ্যে ফলাফল পাওয়া যাবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা তিন ম্যাচে আফগান যুবাদের কাছে হারলো বাংলাদেশ

টানা তিন ম্যাচে আফগান যুবাদের কাছে হারলো বাংলাদেশ

বিসিবির নির্বাচন : ২৩ পদে ৩২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

বিসিবির নির্বাচন : ২৩ পদে ৩২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

সাকিবকে বসিয়ে রাখছে কলকাতা, কতটুকু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি

সাকিবকে বসিয়ে রাখছে কলকাতা, কতটুকু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান

কাউকে নিয়ে নেতিবাচক বা সমালোচনা করতে চাই না : আকরাম খান