× Advertisement

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৫ অক্টোবর ২০২১
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার স্যাম কারান। পিঠের চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন বড় ভাই টম কারান। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শনিবার (২ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালস বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে পড়েন স্যাম কারান। এ ম্যাচের পরই করানো এমআরআই স্ক্যানে তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে।

ইসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাচের পর করানো স্ক্যানে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী দুইদিনের মধ্যে সে (স্যাম কারান) দেশে ফিরে আসবে। এরপর আবারও স্ক্যান করানো হবে। এ সপ্তাহের পরই তার অবস্থা বোঝা যাবে।’

স্যাম কারানের ইনজুরিতে কপাল খুলেছে বড় ভাই টম কারানের। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। তবে ছোট ভাইয়ের ইনজুরিতে মূল দলে যুক্ত হয়েছেন তিনি।

টম কারানের বদলি হিসেবে স্ট্যান্ডবাই হিসেবে দলে যোগ দিবেন কাউন্টি দল সারের অলরাউন্ডার রেস টপলি।

মঙ্গলবার (৫ অক্টোবর) ওমানের উদ্দেশে দেশ ছাড়বে ইংল্যান্ড। ওমানে প্রস্তুতিপর্ব শেষ করে ১৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে ইংল্যান্ড।

চলতি বছরের ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড স্কোয়াড
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

স্ট্যান্ডবাই
লিয়াম ডসন, জেমস ভিন্স,রেস টপলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড : বাটলার

স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড : বাটলার

নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ইংল্যান্ড, সূচি প্রকাশ

নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ইংল্যান্ড, সূচি প্রকাশ

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড