স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড : বাটলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ এএম, ০৬ অক্টোবর ২০২১
স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড : বাটলার

কয়েকদিন পরেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা টি-টোয়েন্টিতেও হট ফেবারিট বলে বিশ্বাস করছেন দলটির উইকেটরক্ষক জশ বাটলার। তার মতে বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইংলিশরা।

ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি পেসার জোফরা আর্চার। এছাড়াও মানসিক অবসাদজনিত কারণে ক্রিকেট থেকে দূরে আছেন অলরাউন্ডার বেন স্টোকস। এ কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন জশ বাটলার।

সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আর্চার এবং স্টোকস। তাদেরকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছে ইংল্যান্ড।

আর্চার -স্টোকস না থাকলেও দলের বাকি সদস্যদের উপর আস্থা রাখছেন জশ বাটলার। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের ফেবারিট দল। আমাদের দল বেশ দূর্দান্ত। স্টোকস-আর্চারের অভাব পূরণ হবে না। তবে বাকিরাও সত্যিকারের ম্যাচ উইনার।’

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে নিজেদের দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল। সে দুঃখ ভুলে এবার শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি।

ইংলিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘চার বছর আগের বিশ্বকাপের থেকে এবার আমরা অনেক বেশি অভিজ্ঞ। আইপিএল, বিগব্যাশ কিংবা ইংল্যান্ডের হয়ে খেলে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। এ অভিজ্ঞতাই আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। এ দল মাঠ কিংবা মাঠের বাইরে উভয় চাপ সামাল দিতে পারে।’

নিজেদের পাশাপাশি ভারত-ওয়েস্ট ইন্ডিজকেও ফেবারিটের তালিকায় রেখেছেন জশ বাটলার। তার মতে, ওয়েস্ট ইন্ডিজের হ্যাটট্রিক শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতও যথেষ্ট শক্তিশালী বলে মনে করছেন তিনি।

বাটলার বলেন, ‘টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। ওদের দলে ছক্কা হাঁকানোর মতো অনেকগুলো ক্রিকেটার আছে। তবে আমার মনে হয়, আমরা ভালো দল এবং আমরা নিজেদের খেলাতেই মনযোগ দিবো। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে অনেক দূর যেতে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

দু’টির বদলে এক কাপ চা খান, বোর্ডের খরচ কমাতে রমিজ রাজার নির্দেশ

দু’টির বদলে এক কাপ চা খান, বোর্ডের খরচ কমাতে রমিজ রাজার নির্দেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং-ফিল্ডিং নিয়ে চিন্তিত আর্থার

বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং-ফিল্ডিং নিয়ে চিন্তিত আর্থার