বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন অজি কিংবদন্তি স্ল্যাটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৭ অক্টোবর ২০২১
বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন অজি কিংবদন্তি স্ল্যাটার

বিতর্কিত টুইটের কারণে মাইকেল স্ল্যাটারকে ধারাভাষ্যকার প্যানেল থেকে অব্যাহতি দিয়েছে ‘চ্যানেল সেভেন’ কর্তৃপক্ষ। যদিও ২০২১-২২ গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমে স্ল্যাটারের চুক্তি বাতিল করার পিছনে আর্থিক কারণ উল্লেখ করেছে। তবে বিতর্কিত টুইটই চাকরি হারানোর প্রধান কারণ বলে দাবি করেছে লন্ডনভিত্তিক পত্রিকা দ্য টেলিগ্রাফ।

ঘটনার শুরু চলতি বছরের মে মাসে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিতে ভারতে অবস্থান করছিলেন মাইকেল স্ল্যাটার। সে সময় করোনাভাইরাস মহামারির কারণে আইপিএল স্থগিত হলে দেশে ফিরতে বাধার মুখে পড়েছিলেন ভারতে অবস্থানরত অজি ক্রিকেটার, কোচ এবং ধারাভাষ্যকাররা।

ভারতের করোনাভাইরাস মহামারির প্রকটরুপ ধারণ করায়, সে সময় কঠোর কোয়ারেন্টাইন নীতি চালু করেছিল অস্ট্রেলিয়া সরকার। বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাইকেল স্ল্যাটার।

কঠোর কোয়ারেন্টাইন বিধির কারণে অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে জানান স্ল্যাটার। এ সময় তিনি জানান, সরকারের অনুমতি নিয়েই আইপিএলে গিয়েছিলাম আর এখন তারা আমাদেরকে অবহেলা করছে।

মাইকেল স্ল্যাটারের এ ধরনের বক্তব্যের পর বিব্রতকর অবস্থায় পড়েছিল চ্যানেল সেভেন। এ কারণেই মূলত তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

যদিও চ্যানেল সেভেন তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানের আর্থিক নীতির কারণে মাইকেল স্ল্যাটারের সাথে চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি। যদিও এটা যুক্তিযোগ্য নয় বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

২০১৮ সালে চ্যানেলে সেভেনে ধারাভাষ্যকার হিসেবে যোগ দেন মাইকেল স্ল্যাটার। এ বিতর্কিত ঘটনার মাধ্যমে শেষ হলো স্ল্যাটার-চ্যানেল সম্পর্ক। অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট এবং ৪২ ওয়ানডে খেলেছিলেন ৫১ বছর বয়সী স্ল্যাটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজ খেলতে সম্মত ইংলিশ ক্রিকেটাররা

অ্যাশেজ খেলতে সম্মত ইংলিশ ক্রিকেটাররা

অ্যাশেজ না হলে অস্ট্রেলিয়ার ক্ষতি হবে ২শ’ মিলিয়ন ডলার

অ্যাশেজ না হলে অস্ট্রেলিয়ার ক্ষতি হবে ২শ’ মিলিয়ন ডলার

আইসিসির অর্থে নির্ভরশীল থাকতে চান না রমিজ রাজা

আইসিসির অর্থে নির্ভরশীল থাকতে চান না রমিজ রাজা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই