অ্যাশেজ না হলে অস্ট্রেলিয়ার ক্ষতি হবে ২শ’ মিলিয়ন ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৬ অক্টোবর ২০২১
অ্যাশেজ না হলে অস্ট্রেলিয়ার ক্ষতি হবে ২শ’ মিলিয়ন ডলার

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথ মানেই মাঠ এবং মাঠের বাইরের উত্থাপ। তবে অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইন বিধির কারণে এ হাই-ভোল্টেজ সিরিজে ইংল্যান্ডের খেলতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। অস্ট্রেলিয়ায় পা রাখার সাথে সাথে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পাশাপাশি এক রাজ্য থেকে অন্য রাজ্য যেতেও রয়েছে কোয়ারেন্টাইন ঝামেলা। আর এতেই বাধ সেধেছে ইংলিশদের অস্ট্রেলিয়া সফর।

দীর্ঘদিন ধরে টানা খেলার মধ্যে থাকায় বিরতিহীনভাবে বায়ো-বাবলে আছে ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে বায়ো-বাবলে থাকায় মানসিকভাবেও বেশ ক্লান্ত ইংলিশ ক্রিকেটাররা। তাই তো জো রুট বাহিনীর অস্ট্রেলিয়া সফর নিয়ে জেগেছে শঙ্কা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড অ্যাশেজ খেলতে না আসলে অজি ক্রিকেটারদের ক্ষতি হবে ১ মিলিয়ন ডলার। এছাড়াও অস্ট্রেলিয়ার তৃণমূল ক্রিকেটেও পড়বে এর প্রভাব।

কিছুদিন ধরেই ইংলিশ ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইন বিধির বিরোধীতা করে আসছিল। এখন যদি কোয়ারেন্টাইন বিধির নিয়ম মানতে অস্বীকৃতি জানিয়ে অ্যাশেজ না খেলতে যায় তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২০০ মিলিয়ন ডলার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্প্রচার চুক্তি বাবদ ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১০০ মিলিয়ন ডলার। বাকি ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে স্পনসরশিপ, বিদেশি সম্প্রচারচুক্তি এবং টিকিট বিক্রি বাবদ।

সিএ-র মোট আয়ের এক-চতুর্থাংশ পেয়েচ থাকে অস্ট্রেলিয়া জাতীয় দল, রাজ্য দল এবং বিগ ব্যাশের দলগুলো। এছাড়াও তৃণমূল পর্যায়ে ১৫ কোটি ডলার দেয় সিএ। এ সিরিজ না হলে তাই তো ক্ষতির সম্মুখীন হবে অস্ট্রেলিয়া।

এদিকে অ্যাশেজে খেলবেন কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। ইংল্যান্ড অধিনায়ক জো রুট জানিয়েছেন, তিনি অ্যাশেজ খেলতে আগ্রহী হলেও যাবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং সিএ-র মধ্যে কথাবার্তা চলছে। তবে এখনও দুই বোর্ড ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

আইসিসির অর্থে নির্ভরশীল থাকতে চান না রমিজ রাজা

আইসিসির অর্থে নির্ভরশীল থাকতে চান না রমিজ রাজা

স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড : বাটলার

স্টোকস-আর্চারকে ছাড়াই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড : বাটলার

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ