শেষ বিকেলে ভোট দিলেন নাজমুল হাসান পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৭ অক্টোবর ২০২১
শেষ বিকেলে ভোট দিলেন নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে, যা শেষ হবে বিকলে ৫টায়। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ভোট দেন দুপুর গড়িয়ে বিকেলে।

টানা দুইবার দায়িত্ব পালন করা সদ্য সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের শুভাকাঙ্ক্ষীরা সকাল থেকেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটে ভিড় জমান। থেমে থেমে স্লোগান দেওয়া শুভাকাঙ্ক্ষিদের মাঝে দুপুর ১২টার দিকে হঠাৎই নাজমুল হাসান পাপন আসার খবর ছড়িয়ে পড়ে। তবে পাপন আসেন আরও দুই ঘণ্টা পর।

সমর্থকদের অপেক্ষার পালা অবসান ঘটিয়ে দুপুর ২টার দিকে বিসিবিতে প্রবেশ করেন নাজমুল হাসান পাপন। এর আগেই দুই নম্বর গেটের বাইরে রাস্তা থেকে বিসিবি কার্যালয়ে যাওয়ার গেট পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান শুভাকাঙ্ক্ষিরা। নাজমুল হাসান পাপন আসা মাত্র স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

শুভাকাঙ্ক্ষীদের চাপে শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকেই গাড়ি থেকে নামেন পাপন। সেখানে পাপনকে ফুলেল শুভেচ্ছা জানান সমর্থকরা। পরে সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে বিসিবি কার্যালয়ে ঢোকেন তিনি। স্লোগানে স্লোগানে সমর্থকরা নাজমুল হাসান পাপনকে আবারও বিসিবি সভাপতি পদে দেখতে চান।

বিসিবিতে প্রবেশের সময় গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি নাজমুল হাসান পাপন। বিসিবির সূত্রে জানা যায় বিকেল ৩টা নাগাদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ এ পরিচালক পদে লড়ছেন পাপন। এ ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হতে লড়ছেন সর্বমোট ১৫ জন।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচন করা বাকিরা হলেন- গাজী গোলার মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ডডিওএইচএস স্পোর্টিং ক্লাব), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়ের হোসেন (আজাদ স্পোর্টিং), মঞ্জুর হোসেন (ঢাকা এসেটস) আব্দুর রহমান (মিরপুর বয়েজ), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

ভোটগ্রহণ শেষে আজই প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল জানিয়ে দেবে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। আর সরকারিভাবে চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার বিকেলে জানানো হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবি নির্বাচন : বোর্ড পরিচালনায় কারা আসছেন?

বিসিবি নির্বাচন : বোর্ড পরিচালনায় কারা আসছেন?

বিসিবি নির্বাচন : ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন আরও একজন

বিসিবি নির্বাচন : ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন আরও একজন

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খালিদ হোসেন

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খালিদ হোসেন

বিসিবির কোষাগারে ৯শ' কোটি টাকা, ক্রিকেট উন্নয়নে চান দূর্জয়

বিসিবির কোষাগারে ৯শ' কোটি টাকা, ক্রিকেট উন্নয়নে চান দূর্জয়