লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে আট বাংলাদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ১২ অক্টোবর ২০২১
লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে আট বাংলাদেশি

বিশ্বকাপের দুই সপ্তাহ পরেই মাঠে গড়াবে শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য প্লেয়ার ড্রাফটের জন্য বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এলপিএলের দ্বিতীয় আসর। একই বছরের ২৩ ডিসেম্বর ফাইনালের মধ্যে টুর্নামেন্টের পর্দা নামবে।

সোমবার (১১ অক্টোবর) এলপিএলের প্লেয়ার ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে এসএলসি। সে তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছে আট ক্রিকেটার।

এলপিএলের প্লেয়ার ড্রাফটে সুযোগ পাওয়া বাংলাদেশিরা হলেন- মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, এবাদত হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্লেয়ার ড্রাফটে ক্রিকেটারদের নাম নিবন্ধনের সুযোগ ছিল। মোট ৬৯৯ জন ক্রিকেটার প্লেয়ার ড্রাফটে নাম লেখান। সেখান থেকে ২২৫ জন ক্রিকেটারকে বাছাই করেছে এসএলসি। চলতি বছরের ২৭ অক্টোবর ২২৫ জন ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

এলপিএল শুরু আগে দুই ফ্রাঞ্চাইজির বিষয়ে নতুন করে এসএলসিকে সিদ্ধান্ত নিতে হবে। এলপিএলের প্রথম মৌসুমে থাকা পাঁচ ফ্রাঞ্চাইজির দুইটিই ব্যবস্থাপনা ত্রুটির কারণে বাদ পড়েছে। এছাড়াও অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে বলে গুঞ্জন থাকলেও সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এসএলসি।

এলপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল জাফনা স্ট্যালিয়ন্স। করোনাভাইরাস মহামারির কারণে গতবার একটি ভেন্যুতেই পুরো আসর আয়োজিত হয়েছিল। এবারও একই পথে হাটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির চোখে সাকিবসহ বিশ্বকাপে সেরা ৯ তারকা

আইসিসির চোখে সাকিবসহ বিশ্বকাপে সেরা ৯ তারকা

দিল্লির বিপক্ষে ইনিংসটি অত্যন্ত কঠিন ছিল : ধোনি

দিল্লির বিপক্ষে ইনিংসটি অত্যন্ত কঠিন ছিল : ধোনি

বিশ্বকাপে করোনা পজিটিভ দলের সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি : আইসিসি

বিশ্বকাপে করোনা পজিটিভ দলের সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি : আইসিসি

বিশ্বকাপ খেলতে আফগানিস্তানের কোন বাধা নেই : আইসিসি

বিশ্বকাপ খেলতে আফগানিস্তানের কোন বাধা নেই : আইসিসি