অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২২ অক্টোবর ২০২১
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ নিশ্চিত করার লক্ষ্যে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন না থাকলেও পাপুয়া নিউগিনি একাদশে আছে দুই পরিবর্তন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওশেনিয়ার এ দেশটির মুখোমুখি হচ্ছে টাইগাররা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের যাত্রার শুরুটা বাংলাদেশের জন্য মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তাই তো দ্বিতীয় পর্বে খেলার জন্য এ ম্যাচে বাংলাদেশে সামনের জয়ের কোনো বিকল্প নেই।

অপরদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি বিশ্ব আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। এরপরেও বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।

বুধবার (২০ অক্টোবর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাপুয়া নিউগিনির বাঁহাতি অলরাউন্ডার চার্লস আমিনি এমনটাই জানিয়েছিলেন।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি
লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সিমন আটাই, হিরি হিরি, নরম্যান ভানুয়ায়, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চাঁদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাপুয়া নিউগিনিকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের

পাপুয়া নিউগিনিকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের

পাপুয়া নিউগিনিকেও হালকা করে দেখছে না বাংলাদেশ

পাপুয়া নিউগিনিকেও হালকা করে দেখছে না বাংলাদেশ

স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

বাংলাদেশ ম্যাচের আগে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি

বাংলাদেশ ম্যাচের আগে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি