বিশ্বকাপের মাঝেই ক্রিকেট ছাড়লেন আসগর আফগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ এএম, ০১ নভেম্বর ২০২১
বিশ্বকাপের মাঝেই ক্রিকেট ছাড়লেন আসগর আফগান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে আফগানিস্তান। তৃতীয় ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক আফগান অধিনায়ক আসগর আফগান। জানান, নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপে আফগানিস্তানের তৃতীয় ম্যাচই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩১ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। এ ম্যাচের আগের দিন শনিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। তার এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ বলে ১০ রান করেন তিনি। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে ৭৪ টি-টোয়েন্টিতে ২১.৭৯ গড়ে ১৩৫১ রান করেছেন তিনি।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আসগর আফগান (তখন নাম ছিল আসগর স্ট্যানিকজাই)। ওয়ানডেতে ১১৪ ম্যাচ খেলে ২৪.৭৩ গড়ে ২৪২৪ রান করেন তিনি।

আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম অধিনায়ক ছিলেন আসগর আফগান। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত এ টেস্টে অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। ক্যারিয়ারের ৬ টেস্টে ৪৪ গড়ে করেছেন ৪৪০ রান।

ব্যাটার হিসেবে সফল না হলে, অধিনায়ক হিসেবে বেশ সফল ছিলেন আসগর আফগান। দেশকে ৫৯ ওয়ানডে এবং ৫২ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডও তার দখলে।

তিন দফায় আফগানিস্তানকে নেতৃত্ব দিয়ে ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩২ ম্যাচ জিতিয়েছেন। টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচে ৪২ জিতিয়েছেন।

তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। তালেবানরা আফগানিস্তানে নারীদের ক্রিকেট বন্ধ করে দেওয়ায় আইসিসির পূর্ণ সদস্য থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশ্বকাপের পরে অনুষ্ঠিতব্য আইসিসির সভায় আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে খেলতে এসেছি, রাজনৈতিক আলাপ করতে নয় : নবি

বিশ্বকাপে খেলতে এসেছি, রাজনৈতিক আলাপ করতে নয় : নবি

ঝামেলা পাকিয়েছে আফগান-পাকিস্তান দর্শক, তদন্তে আইসিসি

ঝামেলা পাকিয়েছে আফগান-পাকিস্তান দর্শক, তদন্তে আইসিসি

রশীদ-নবীদেরকে তালেবানের অভিনন্দন

রশীদ-নবীদেরকে তালেবানের অভিনন্দন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান