ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ১০ অক্টোবর ২০২১
ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

রাজনীতি কিংবা ক্রিকেট মাঠে সবসময় চিরশত্রু ভারত-পাকিস্তান। তবে পাকিস্তান ক্রিকেট নাকি চলছে ভারতের অর্থে! ভারত অর্থ দেওয়া বন্ধ করলে পাকিস্তানের ক্রিকেট থেমে যাবে বলে জানিয়েছেন স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সিনেট স্ট্যাডিং কমিটির সাথে বৈঠকে এ কথা বলেন রমিজ। তিনি জানান, পিসিবির আয়ের ৫০ ভাগ আসে আইসিসির তহবিল থেকে আর আইসিসির আয়ের বেশিরভাগ অংশই আসে ভারত থেকে।

রমিজ রাজা বলেন, ‘আইসিসি একটি রাজনৈতিক সংস্থায় পরিনত হয়েছে, যেটি এশিয়ান ও ওয়েস্টার্ন ব্লকে বিভক্ত এবং এর রাজস্বের ৯০ ভাগই আসে ভারত থেকে। এটা একটা ভয়ের ব্যাপার।’

ভারতীয় প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের ক্রিকেটকে চালায় বলে মন্তব্য করেছেন রমিজ রাজা। তিনি বলেন, ‘আইসিসি বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে এবং সেখান থেকে পাওয়া লভ্যাংশ সদস্যদের মধ্যে ভাগ করে দেয়। আইসিসির লাভের ৯০ শতাংশ আসে ভারতের বাজার থেকে। অর্থাৎ, ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরোক্ষে পাকিস্তানের ক্রিকেটকে চালায়। যদি কাল ভারতের প্রধানমন্ত্রী বলেন,তারা পাকিস্তানকে অর্থ দিবেন না, তাহলে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’

আইসিসির তহবিলের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের আয় আরও বাড়ানোর উপর জোর দিতে চান রমিজ রাজা। পাকিস্তানের ক্রিকেট ও বোর্ডের নিয়ে তার পরিকল্পনার কথা কিছুদিনের মধ্যেই পেশ করা হবে বলে জানান তিনি।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফর বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি। বলেন, ‘দু’মিনিটের মধ্যে নিউজিল্যান্ড ব্যাগ গুছিয়ে পাকিস্তান ছেড়েছে। পাকিস্তানে এসে খেলার জন্য তাদের নিজস্ব কোন স্বার্থ নেই। কারণ আমাদের ক্রিকেটীয় অর্থনীতি অতটা শক্তিশালী নয়। নিউজিল্যান্ড যা করেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদের সাথে কোন তথ্যই শেয়ার করেনি। এখন সিরিজ নিয়ে ভুলভাল কথা বলছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক-চেক’ পাবে পিসিবি!

বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক-চেক’ পাবে পিসিবি!

আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত

আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত