এক অভিষিক্ত নিয়ে পাকিস্তান বধে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৫ এএম, ২০ নভেম্বর ২০২১
এক অভিষিক্ত নিয়ে পাকিস্তান বধে টাইগাররা

বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ স্কোয়াডে এসেছে বিশাল পরিবর্তন। এ পরিবর্তনের ধারায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশে আছেন অভিষিক্ত সাইফ হাসান। তরুণরা কি আবারও দলের জয়ে ভূমিকা রাখতে পারবেন? থাকতে হবে সে উত্তরের অপেক্ষায়।

বিশ্বকাপ ব্যর্থতার পর বিশ্বকাপ স্কোয়াড থেকে ছয় পরিবর্তন এনেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় দুই পরিবর্তন অবধারিত ছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোয়াডে ছয়টি পরিবর্তন এনেছিল।

পরিবর্তনের হাওয়ায় দলে ডাক পেয়েছেন- নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি,আকবর আলি এবং শহীদুল ইসলাম। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন এবং মুশফিকুর রহিম।

বিশ্বকাপ ব্যর্থতার পর আলোচনা ছিল দলে আসতে পারে বড় পরিবর্তন। সেখানে কোনোভাবেই শোনা যায়নি সাইফ হাসান কিংবা আকবর আলির নাম। শেষ মুহূর্তের দর কষাকষিতে দলে সুযোগ পেয়েছিলেন তারা।

দলে বিকল্প কোনো ওপেনার না থাকায় শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন সাইফ হাসান। অবশ্য এর আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ইয়াসির আলি রাব্বি। দীর্ঘদিন টেস্ট ফরম্যাটে দলের সাথে থেকেও অভিষেক হচ্ছিলো না তার। ফরম্যাট বদল হলেও ভাগ বদল হয়নি তার।

ফর্মে থাকা পাকিস্তানকে তরুণ এ একাদশ নিয়ে হারাতে পারবে কিনা সেটা হয়তো সময়ই বলে দিবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দেওয়া সাহসে উজ্জীবিত হবে পুরো দল

প্রধানমন্ত্রীর দেওয়া সাহসে উজ্জীবিত হবে পুরো দল

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশে নতুন মিশন

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশে নতুন মিশন

তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ

তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ