দুই টেস্ট খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০২ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
দুই টেস্ট খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

বিশ্বকাপের পর পরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। এ সিরিজ শেষ হওয়ার পরের দিনই (৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড যাওয়ার বিমান ধরবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি।

বুধবার (৮ ডিসেম্বর) শেষ হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সিরিজ শেষ করে বাসায় ফেরার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ৯ ডিসেম্বর সকালে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

এছাড়াও নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইনে নিয়মেই কিছুটা শিথিলতা আসছে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টাইন করতে হয়েছিল। তবে এবার তা কমে এসেছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে নিজেদের উদ্বোধনী সিরিজের প্রথম টেস্টে ইতিমধ্যেই হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় শনিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ না পেলেও এবার তা পাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমাদের দল দুইটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুইটা দু’দিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে। দুইটা অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’

নতুন বছরের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। কঠোর কোয়ারেন্টাইন নিয়মের কারণে বাংলাদেশকে দলকে বেশ আগে-ভাগেই দেশ ছাড়তে হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান

ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন-তাইজুলের উন্নতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটন-তাইজুলের উন্নতি