ওমিক্রন : ভারত সফরের আগে প্রোটিয়াদের ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
ওমিক্রন : ভারত সফরের আগে প্রোটিয়াদের ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত

আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ সময়েই ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে। তবে এ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

চলতি বছরের ১৭ ডিসেম্বর ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। এ সিরিজের আগেই আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন।

এ কারণে স্থগিত হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ এবং আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। এছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করছে দুই বোর্ড

এর মধ্যেই ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে সিএসএ। ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে বায়ো-বাবলের কোনো ব্যবস্থা ছিল না। তবে দক্ষিণ আফ্রিকার খেলাধুলায় ওমিক্রনের প্রভাব অনেক বেশি বেড়ে যাওয়ায় এ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে সিএসএ।

এ সিদ্ধান্ত ভারত সফরকে ক্ষতিগ্রস্থ করবে না বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সিএসএ-র এক মুখপাত্র জানিয়েছেন, ভারত সিরিজের জন্য কঠোর কোভিড প্রোটোকল মানা হবে। খেলার সাথে জড়িত সকলকেই সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। 

এছাড়াও ভারত সফর স্থগিতের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিএসএ-র ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। তিনি জানান, ভারতীয় বোর্ডের সাথে এ বিষয়ে এখনও কোনো কথা হয়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও ডু প্লেসিসকে ভেড়াতে চায় চেন্নাই

আবারও ডু প্লেসিসকে ভেড়াতে চায় চেন্নাই

দ্য হানড্রেডে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে ইসিবি

দ্য হানড্রেডে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে ইসিবি

অ্যাশেজের দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

অ্যাশেজের দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন

ঢাকা টেস্টে দায়িত্বে নেই টিম ডিরেক্টর সুজন