বৃষ্টির হানায় শেষ ব্রিসবেন টেস্টের প্রথম দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
বৃষ্টির হানায় শেষ ব্রিসবেন টেস্টের প্রথম দিন

‘সেক্সটিং’ কেলেঙ্কারির পর অ্যাশেজে অস্ট্রেলিয়ার পারফর্মেন্স কেমন করবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তবে  অ্যাশেজের প্রথম দিনেই সফরকারী ইংল্যান্ডের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়ার বোলাররা। তবে বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে দিনের খেলা।

ব্রিসবেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তবে রুটের সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ করতে বেশি সময় নেননি অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউড। এ দুইজনের সাথে পরে যোগ দেন অধিনায়ক প্যাট কামিন্স। তাদের বোলিং তোপে স্কোর বোর্ডের ৫০ রান তোলার আগেই ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

অ্যাশেজের ঠিক আগ মুহুর্তে ‘সেক্সটিং’ কেলেঙ্কারির কারণে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান টিম পেইন। শুধু তাই নয়, উইকেটের পিছনের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। 

গুরুত্বপূর্ণ এক সিরিজের আগ মুহুর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার এ রকম অগোছালো পরিস্থিতিতে অজিরা কেমন পারফর্ম করবে সেটাই বড়ই প্রশ্ন হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত সবার মুখে কুলুপ এটে দিয়ে ইংলিশদের একরকম দাপটের সাথেই হারিয়েছে প্যাট কামিন্স বাহিনী।

৫০ রানে ৫ উইকেট হারানোর পর ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ওলি পোপ এবং জস বাটলার। তবে তারাও পারেননি। শেষ পর্যন্ত ১৪৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের নামার অপেক্ষা ছিল। তবে বৃষ্টির বাধায় মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই মাঠে নামবে অজিরা। সেখানেই হয়তো আবারও নিজেদেরকে প্রমাণ করবে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট

নিয়মের কাছে হার, পার্থে হচ্ছে না অ্যাশেজ

নিয়মের কাছে হার, পার্থে হচ্ছে না অ্যাশেজ

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

আফগান হেড কোচের পর বোলিং পরামর্শক টেইটের পদত্যাগ

আফগান হেড কোচের পর বোলিং পরামর্শক টেইটের পদত্যাগ