আম্পায়ারকে হত্যার হুমকি, আজীবন নিষিদ্ধ কিউই ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
আম্পায়ারকে হত্যার হুমকি, আজীবন নিষিদ্ধ কিউই ক্রিকেটার

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারকে শারীরিক নির্যাতন এবং হত্যার হুমকি দিয়েছিলেন কিউই ক্রিকেটার টিমোথি উইয়ার। এ ঘটনায় সব ধরনের ক্রিকেট থেকে আজীবনের নিষেধাজ্ঞা পেয়েছেন এ ক্রিকেটার।

২০২০ সালের ৪ ডিসেম্বর গিসবর্নে ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে হাই স্কুল ওল্ড বয়েজ ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামেন উইয়ার। ওই ম্যাচ শেষেই আম্পায়ারকে হত্যার হুমকি দেন তিনি।

এ ঘটনার পর তার বিরুদ্ধে আচরণ বিধি ভাঙার অভিযোগ আনে দ্য পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন। এর আগেও দুইবার আচরণ বিধি ভাঙায় শাস্তি পেয়েছিলেন টিমোথি উইয়ার।

অভিযোগ গুরুতর হওয়ায় স্বাধীন বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে তদন্ত এবং বিচার করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেটে লেভেল-৪ ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ করা হয়।

টিমোথি উইয়ার অভিযোগের বিরোধিতা করেননি। তাই তো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এছাড়া লেভেল-৪ অপরাধের জন্য পাওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করা যায় না।

উপস্থাপিত প্রমাণের উপর ভিত্তি করে, বিচার বিভাগীয় প্যানেল গত সপ্তাহে উইয়ারের সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত জানায়। প্রেক্ষিতে দা পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন আজীবন নিষিদ্ধ করে তাকে।

শাস্তি পেয়েছে তার ক্লাবও। প্রতিযোগিতাটি থেকে ওবিআর ক্রিকেট ক্লাবের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার

অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার