ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১
ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

ভারতের মাটিতে সফরকারী বোলার হিসেবে ম্যাচে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল। চলমান মুম্বাই টেস্টে ৭৩ দশমিক ৫ ওভারে ২২৫ রানে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। ভারতের মাটিতে ম্যাচে কোন সফরকারী বোলারের এটিই সেরা বোলিং ফিগার।

ক্রিকেটে এতদিন এ রেকর্ডটি নিজের আয়ত্বে রেখেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে এই মুম্বাইতেই ৪৮ দশমিক ৫ ওভারে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। ৪১ বছর পর এবার বোথামের রাজত্ব দখলে নিলেন প্যাটেল।

ভারতে চলমান এ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৭ দশমিক ৫ ওভার বল করে ১১৯ রানে ১০ উইকেট নেন প্যাটেল। একাই ভারতের ১০ উইকেটে নিয়ে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার ইতিহাস গড়েন প্যাটেল।

প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়া এজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসেও সর্বাধিক উইকেট শিকার করেছেন। ৭ উইকেটে ২৭৬ রানে ভারত ইনিংস করার আগে বল হাতে ৪ উইকেট শিকার করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে ১০৬ রানে ৪ উইকেট নেন প্যাটেল। এতে ম্যাচে দুই ইনিংস মিলে তার বোলিং ফিগার দাঁড়ায় ২২৫ রানে ১৪ উইকেট। যা ভারতের মাটিতে সফরকারী কোন বোলারের সেরা বোলিং ফিগার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

৩৩৫ দিন, অস্ট্রেলিয়া শিরোপায় নিশামের দৃষ্টি

৩৩৫ দিন, অস্ট্রেলিয়া শিরোপায় নিশামের দৃষ্টি

এজাজের রেকর্ডগড়ার দিনে ব্যর্থ কিউই ব্যাটিং

এজাজের রেকর্ডগড়ার দিনে ব্যর্থ কিউই ব্যাটিং

অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার

অভিষেক টেস্টে সেঞ্চুরি, সৌরভ-শেবাগদের পাশে আইয়ার