জয়-শান্তর ব্যাটে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০২ জানুয়ারি ২০২২
জয়-শান্তর ব্যাটে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

যুব বিশ্বকাপ থেকেই নিজের জাত চিনিয়েছেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলে এসে নিজেকে চেনানোর অপেক্ষা ছিল। দেশের স্পিন সহায়ক পিচে নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি এ তরুণ। বাউন্সি উইকেট পেয়েই নিজেকে চেনাতে শুরু করেন তিনি। মাহমুদুল হাসান এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে ভর করে দিনশেষে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে বাংলাদেশ।

বাউন্সি উইকেট পেয়ে দিনের শুরু থেকেই নিজের সহজাত ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়। পুরো ইনিংসে কখনই মনে হয়নি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছেন তিনি। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নেইল ওয়াগনারদের বোলিং লাইনআপ সামলেছেন দারুণ আত্মবিশ্বাস সহকারে। সাজিয়ে বসেছিলেন একেবারে নিঁখাত টেস্ট ব্যাটিংয়ের পসরা।

অর্ধশতক করতে জয় বল খেলেছেন ১৬৫টি। তাতে চারের মার ছিলো পাঁচটি। ৫০ রানের মধ্যে ৩০ রানই নিয়েছেন দৌড়ে! বাংলাদেশের ব্যাটার হিসাবে যা বিস্ময়করও বটে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। দুইজন মিলে গড়ে তুলেছিলেন ১০৪ রানের জুটি। ৬৪ রান করে শান্ত বিদায় নিলেও এখনো ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয়। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মমিনুল হক।

জয় ও শান্তর ব্যাটে ভর করতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান। তৃতীয় দিন সোমবার (৩ জানুয়ারি) সকালে জয় ৭০ ও মমিনুল ৮ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

এর আগে দিনের প্রথম সেশনে দলকে সাফল্য এনে বোলাররা। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে প্রথম সেশনে ৩২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে প্রথম দিনে সেঞ্চুরি করা ডেভন কনওয়ে ছাড়া বাকিরা উইকেটে সেট হয়েই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন।

বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম এবং স্পিনার মেহেদি হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়াও দুইটি উইকেট নেন অধিনায়ক মমিনুল হক।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

বোলারদের পারফর্মেন্সে খুশি গিবসন

বোলারদের পারফর্মেন্সে খুশি গিবসন

সেঞ্চুরি হাঁকানো কনওয়ের লাগাম টানলেন মমিনুল

সেঞ্চুরি হাঁকানো কনওয়ের লাগাম টানলেন মমিনুল

দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক

দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক