লিটনের ব্যাটিং শৈলিতে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
লিটনের ব্যাটিং শৈলিতে মুগ্ধ হার্শা ভোগলে

মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে কিউই বোলারদের শাসন করেছে বাংলাদেশ। দারুণ ব্যাটিং করেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সেঞ্চুরি মিস করলেও দারুণ ব্যাটিং করে নজর কেড়েছেন সবার। এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। 

নিউজিল্যান্ডের বিশ্বমানের পেস আক্রমণের সামনে প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিং করেন লিটন। সাজঘরের ফেরার আগে ১৭৭ বলে করেন ৮৬ রান। ইনিংসে ছিল ১০ টি চার।

তার দারুণ এ ব্যাটিং দেখে প্রশংসা না করে পারেননি ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘লিটন দাসের মধ্যে যে প্রতিভা আছে, তা দিনকে দিন ফুটে উঠছে। এটা সত্যিই আনন্দদায়ক।’

দ্বিতীয় দিন ভালো কাটলেও তৃতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এ সমস্যা থেকে উত্তরণে দলের হাল ধরেন অধিনায়ক মমিনুল হক এবং লিটন দাস। দুইজনের ১৫৮ রানের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

বোল্টের বলে লেগ বিফোরে শিকার হয়ে মমিনুল ফিরলে ভাঙে এ জুটি। মমিনুল ফেরার পরও লিটন নিজের ছন্দমতো ব্যাটিং করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত  ১৭৭ বলে ৮৭ রান করে ফেরেন লিটন।

সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে ভালো না করলেও লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন লিটন দাস। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময়টা লাল বলের ক্রিকেটেই কাটিয়েছেন লিটন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন বলকে পুরোনো করার প্ল্যান ছিল সাদমান-জয়ের

নতুন বলকে পুরোনো করার প্ল্যান ছিল সাদমান-জয়ের

সিনিয়রদের অসাধারণ সাপোর্ট পেয়ে সফল মাহমুদুল হাসান জয়

সিনিয়রদের অসাধারণ সাপোর্ট পেয়ে সফল মাহমুদুল হাসান জয়

নিউজিল্যান্ডে দারুণ ব্যাটিংয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

নিউজিল্যান্ডে দারুণ ব্যাটিংয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ

নান্নু-আশরাফুলের বক্তব্যে স্যোশাল মিডিয়ায় তোলপাড়

নান্নু-আশরাফুলের বক্তব্যে স্যোশাল মিডিয়ায় তোলপাড়