লিটনের ব্যাটিং উপভোগ করেছেন মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২০ পিএম, ১১ জানুয়ারি ২০২২
লিটনের ব্যাটিং উপভোগ করেছেন মমিনুল

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। অনেক সম্ভাবনা থাকার পরও সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেতে হিমশিম খেয়েছেন লিটন। সীমিত ওভারের ক্রিকেটে না পারলেও সাদা পোশাকে নিয়মিত পারফর্মার তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফর্মেন্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক মমিনুল। জানালেন পুরো সময়জুড়ে উপভোগ করেছেন লিটনের ব্যাটিং।

সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফর্ম করতে না পারলেও টেস্টে বাংলাদেশের নিয়মিত পারফর্মার লিটন দাস। এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন। এবার নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করে দিয়েছেন সমালোচনার জবাব।

ক্রাইস্টচার্চে লিটনের ইনিংসের পুরোটা সময় তার ব্যাটিং উপভোগ করেছেন বলে জানান মমিনুল। বলেন, ‘ওর ব্যাটিং দেখে আমরা অনেক খুশি হয়েছি। টানা দুই সিরিজে দুইটা একশো করেছে। দলের সবাই অনেক খুশি হয়েছে। আমিও ওর ব্যাটিং উপভোগ করছিলাম।’

দল হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে লিটনের প্রশংসা করতে ভুল করেননি অধিনায়ক মমিনুল। জানান, লিটন বিশ্বসেরা ব্যাটারদের মতো ব্যাটিং করেন।

এ বিষয়ে মমিনুল বলেন, ‘ও টেকন্যালি অনেক সাউন্ড, এটা আমরা সবাই জানি। ওর ব্যাটিং দেখলে মনে হয় ও অনেক টাইম পায়, ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারদের মতো।’

কিউই পেসারদের দারুণভাবে সামলে নিজের রান বাড়িয়ে নিয়েছিলেন লিটন দাস। নিজের রান বাড়ানোর জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। খারাপ বল পেলে তবেই রান বাড়ানোর চেষ্টা করেছেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

বলেন, ‘খারাপ বল ছাড়া ও চার্জ করে খেলেনি। এগুলো স্কোরিং বল। এগুলো থেকে রান না করলেও রান হবে না। দীর্ঘ সময় অপেক্ষার পর ও যখন খারাপ বল পেয়েছে ও রান করেছে।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিদেশে টেস্ট জয়ের আত্মবিশ্বাস পেয়েছে দল : মমিনুল

বিদেশে টেস্ট জয়ের আত্মবিশ্বাস পেয়েছে দল : মমিনুল

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

মমিনুল-শান্তদের ব্যাটিংয়ে হতাশ অ্যাশওয়েল প্রিন্স

মমিনুল-শান্তদের ব্যাটিংয়ে হতাশ অ্যাশওয়েল প্রিন্স

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন