কোচ হিসাবে রুটের পছন্দ সিলভারউড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
কোচ হিসাবে রুটের পছন্দ সিলভারউড

চলতি অ্যাশেজে ইংল্যান্ডের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচই হেরে ব্যাকফুটে চলে গেছে জো রুটের দল। ভাগ্যের জোরে সিডনিতে ড্র করতে পেরেছে চতুর্থ ম্যাচ। দলের এই অবস্থায় কোচকে নিয়ে প্রশ্ন উঠবে সেটা স্বাভাবিক। এমনিকি কি ছাটাইও হতে পারেন।

তবে এখনও অতো দূরে যাননি ইংলিশ অধিনায়ক জো রুট। বর্তমানে প্রধান কোচের দায়িত্বে থাকা ক্রিস সিলভারউডকেই দায়িত্বে দেখতে চান ইংলিশ দলপতি। ইংল্যান্ডের একটি জনপ্রিয় গণমাধ্যমের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন রুট। রুটকে প্রশ্ন করা হয়েছিল, কোচ হিসাবে সিলভার উডকে চান কিনা? জবাবটা এক বাক্যে দিয়েছেন রুট, ‘হ্যাঁ, আমি চাই।’

নিজেদের পরাজয়ের জন্য কোচদের দুষতে নারাজ রুট। ইংলিশ দলপতি বলেন, ‘প্রথম তিন ম্যাচে আমরা যে পারফরম্যান্স করেছি। আমি মনে করি আমরা তাকে (সিলভারঊড) এবং বাকি কোচদের নিচে নামিয়ে দিয়েছি। আমরা কোথাও আমাদের সামর্থ্যের কাছাকাছি খেলতে পারিনি।’

২০২১ সালে খেলা টেস্টে মোট নয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে ইংলিশরা। এর মধ্যে অ্যাশেজের একতরফা পরাজয়গুলো বেশ দৃষ্টিকটু। চলতি বছর মার্চে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর বাকি সিরিজগুলো খেলবে নিউজিল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এই সিরিজগুলোতেও সিলভারউডকে চান জানিয়ে রুট বলেন, ‘সে খুবই শান্ত। ছেলেদের প্রতি তার সম্মান আছে। সে যতটা পারে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে চেষ্টা করে। আমরা যে পরিবেশে থাকছি সেটা তার জন্য খুব কঠিন সময় ছিল। এর মধ্যেও সে আমাদেরকে বিশ্বকাপ এবং অ্যাশেজের জন্য প্রস্তুত করার জন্য কাজ করে গেছে।’

২০১৯ সাল থেকে ইংলিশদের সাথে আছেন সিলভারউড। করোনার দাপটে চলতি আসরে দলের সাথে তেমন থাকতে পারেননি তিনি। তবে সুখবর হলো, অ্যাশেজের পঞ্চম টেস্টেই ফিরছেন ইংলিশ কোচ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যারিস বাদ, ওয়ার্নারের ওপেনিং সঙ্গী উসমান খাজা

হ্যারিস বাদ, ওয়ার্নারের ওপেনিং সঙ্গী উসমান খাজা

অ্যাশেজের পাঁচ ম্যাচই খেলতে চান স্টার্ক

অ্যাশেজের পাঁচ ম্যাচই খেলতে চান স্টার্ক

স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

অ্যাশেজের পর অধিনায়কত্ব নিয়ে ভাববেন রুট

অ্যাশেজের পর অধিনায়কত্ব নিয়ে ভাববেন রুট