আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটার জানেমান মালান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২২
আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটার জানেমান মালান

২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণার পাশাপাশি বছরে সেরা উদীয়মান তারকার নামও ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ সালের উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটা এবার দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উঠতি তারকা জানেমান মালান।

রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানেমান মালানকে ‘ইমার্জিং মেনস ক্রিকেটার’ ঘোষনা করে আইসিসি। ২০২১ সালটা দারুণ কেটেছে এই প্রোটিয়া তারকার। এই সময়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৭ দশমিক ৬৬ গড়ে ৭১৫ রান করেছেন মালান। এর মধেয় আছে দুইটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি।

দক্ষিন আফ্রিকার হয়ে শুরুতে অবশ্য এতোটা ভালো পারফর্ম করতে পারেননি মালান। ২০১৯ সালে অভিষেকের পর দলে জায়গা পাকাপোক্ত করতে তাকে লড়াই করতে হয়েছে। অবশেষে ২০২১ সালে এসে নিজেকে ফিরে পান মালান। এই সময় টি-টোয়েন্টি থেকে বরং ওয়ানডেতেই ভালো করেছেন তিনি।

২০২১ সালে মালানের ইনিংসগুলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে আয়ারল্যান্ডের সাথে তার অপরাজিত ১৭৭ রান। স্পিন পেস সমান তালে খেলে ১৬টি চার এবং ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছিলেন মালান। ইনিংসটি খেলার পথে আরেক ওপেনার কুইন্টন ডি ককের সাথে গড়েছিলেন ২২৫ রানের জুটি।

দক্ষিন আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দুই ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪টি ম্যাচ খেলেছেন মালান। এর মধ্যে আছে ১৩ ওয়ানডে এবং ১১টি-টোয়েন্টি। তাতে মোট রান করেছেন ৯৯৯। সেঞ্চুরি তিনটি , হাফ-সেঞ্চুরি চারটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অতিরিক্ত আত্মবিশ্বাসে সিরিজ হেরেছে ভারত : ইমরান তাহির

অতিরিক্ত আত্মবিশ্বাসে সিরিজ হেরেছে ভারত : ইমরান তাহির

বর্ণবাদী আচরণে বিচারের মুখোমুখি বাউচার

বর্ণবাদী আচরণে বিচারের মুখোমুখি বাউচার

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চমক, সেরা পাঁচে ট্রাভিস হেড

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চমক, সেরা পাঁচে ট্রাভিস হেড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা