টেস্ট র‍্যাঙ্কিংয়ে চমক, সেরা পাঁচে ট্রাভিস হেড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
টেস্ট র‍্যাঙ্কিংয়ে চমক, সেরা পাঁচে ট্রাভিস হেড

সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এসেছে বিশাল পরিবর্তন। চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। দশ থেকে এক লাফে সেরা পাঁচে চলে এসেছেন তিনি। এছাড়াও উন্নতি করেছেন তারই সতীর্থ ক্যামেরণ গ্রীন এবং স্কট বোল্যান্ড।

বাদ যাননি স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসন, মার্ক উড এবং কাগিসো রাবাদারাও। তালিকায় উপরে উঠে এসেছেন বিরাট কোহলি, বুমরাহরাও। উন্নতি করেছেন তারাও। 

এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ব্যাটার ট্রাভিস হেড। হোবার্টে ১০১ সহ পুরো সিরিজে ৩৫৭ রান করে অ্যাশেজ ধরে রাখতে সহায়তা করেছিলেন তিনি। তারই ফল স্বরূপ ৭৭৩ পয়েন্ট নিয়ে দশ থেকে চলে এসেছেন পাঁচ নাম্বারে।

অ্যাশেজে ব্যাট বল হাতে দারুণ পারফর্ম্যান্স করায় উন্নতি হয়েছে ক্যামেরন গ্রীনেরও। ২৩ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় তিনি চলে এসেছেন ৬৬ নাম্বারে। বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে আছেন ৬২ নাম্বারে। ঐদিকে বোল্যান্ড ৪৯তম স্থান থেকে চলে এসেছেন ৪৩ নাম্বারে।

অ্যাশেজ হারলেও পিছিয়ে নেই ইংলিশরা। ওপেনার জ্যাক ক্রাউলি নয় ধাপ এগিয়ে অবস্থান করেছেন ৬৮তম স্থানে। ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড দুই ধাপ এগিয়ে ১৪ থেকে চলে এসেছেন ১২তম অবস্থানে। অলি রবিনসন আছেন ২৪তম স্থানে। মার্ক উড সাত ধাপ এগিয়ে আছেন ৩১ নাম্বারে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার পর আশানূরূপ উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকানদেরও। তাদের ব্যাটার কিগান পিটারসেন ৬৮ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় চল এসেছেন ৩৩ নাম্বারে। টেম্বা বাভুমা আছেন ২৮তম স্থানে। বোলারদের মধ্যে কাগিসো রাবাদা পাঁচ থেকে চলে এসেছেন সেরা তিনে। লুঙ্গি এনগিদি আছেন ২১তম নাম্বারে।

ভারতের ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে চলে এসেছেন সাতে। ঋষভ পান্ত আছেন ১৪ নাম্বারে। জসপ্রীত বুমরাহ আবার ঢুকে গেছেন সেরা দশের তালিকায়।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের জন্য পাঁচ সমস্যার সমাধান অনস্বীকার্য

ইংল্যান্ডের জন্য পাঁচ সমস্যার সমাধান অনস্বীকার্য

খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

খাজার জন্য 'শ্যাম্পেইন উৎসব’ বন্ধ রাখলো অস্ট্রেলিয়া

বড় জয়ে অ্যাশেজ শেষ করলো অস্ট্রেলিয়া

বড় জয়ে অ্যাশেজ শেষ করলো অস্ট্রেলিয়া

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি