তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

বিশ্বজুড়ে বাড়ছে করোনার প্রভার। এরই মধ্যে প্রায় বছর পর পাকিস্তানের মাটিতে সফর করবে অস্ট্রেলিয়া দল। এ সিরিজের সবগুলো ম্যাচ একই ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের মার্চে পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তন সফর করবে অস্ট্রেলিয়া। বরাবরের মতো এ সফর নিয়ে সতর্ক অজিরা। এরই অংশ হিসেবে পাকিস্তান সফরে ভ্রমণ কমাতে একই ভেন্যুতে সবগুলো টেস্ট খেলতে চেয়েছিল সিএ।

এ বিষয়ে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘টানা ১৯ দিন একই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতেই তিনটি টেস্ট আয়োজন করা হবে।’

বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এরই মাঝেও ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দিতে বদ্ধ পরিকর অস্ট্রেলিয়া। এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে জানিয়েছে পিসিবির ওই কর্মকর্তা।

এ বিষয়ে পিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি সব জায়গায় যতটা সম্ভব উপযুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করবে পিসিবি। মাঠে দর্শক প্রবেশ প্রসঙ্গে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া দল। এরপর থেকে বারবার নিরাপত্তা অজুহাতে পাকিস্তান সফর বাতিল করেছিল পাকিস্তান দল। এ সফরে তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি

শাহিন শাহর অর্জনে শহীদ আফ্রিদির শুভেচ্ছা

শাহিন শাহর অর্জনে শহীদ আফ্রিদির শুভেচ্ছা

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি