আর্থিক বিষয়ে অসন্তুষ্ট, পাকিস্তানের কোচের দায়িত্বে থাকতে চান না সাকলাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
আর্থিক বিষয়ে অসন্তুষ্ট, পাকিস্তানের কোচের দায়িত্বে থাকতে চান না সাকলাইন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রধান কোচ মিসবাহ উল হকের পদত্যাগের পর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন সাকলাইন মোশতাক। এরপরেই অন্তবর্তীকালীন কোচ হিসেবে বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। দুইটিতেই তার অধীনে সাফল্য পায় পাকিস্তান। এরপরেও দায়িত্বে থাকতে চান না সাকলাইন মোশতাক।

পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে ন্যাশন্যাল হাই পারফর্মেন্স সেন্টারে (এনএইচডিসি) ইন্টারন্যাশন্যাল প্লেয়ার্স ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিশ্বকাপ এবং বাংলাদেশ সফরের সাফল্যের পর তাকে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এ দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এনএইচডিসির প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাবও ফিরিয়েছেন তিনি। বিভিন্ন সূত্র জানাচ্ছে আর্থিক বিষয়ে মতের মিল না হওয়ায় দায়িত্বে থাকতে চাচ্ছেন না সাকলাইন মোশতাক।

সাকলাইন মোশতাকের অধীনে বেশ সফল সময় কাটিয়েছে পাকিস্তান। তার অধীনেই বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারানো স্বাদ পায় বাবর আজম বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরেও দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ সফরেও স্বাগতিকদের টি-টোয়েন্টি এবং টেস্ট দুই ফরম্যাটেই হোয়াইট ওয়াশ করে পাকিস্তান।

এছাড়াও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে ছিল পাকিস্তান। এতো সাফল্যের পরও আর্থিক বিষয়ে মতের মিল না হওয়ায় দায়িত্ব নিয়ে অনাগ্রহী সাকলাইন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া

পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

শাহিন শাহর অর্জনে শহীদ আফ্রিদির শুভেচ্ছা

শাহিন শাহর অর্জনে শহীদ আফ্রিদির শুভেচ্ছা