পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ

চলতি বছরের মার্চে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়ে প্রায় দুই যুগ পর মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সফরসূচি নিশ্চিত হওয়ার পর পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় এক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অজি দলনেতা।

পাকিস্তান এখন আগের থেকে উন্নতি করছে এবং নিরাপদ বলেই মনে করেন ফিঞ্চ। তিনি বলেন, ‘একজন সাদা বলের খেলোয়াড় হিসেবে পাকিস্তান যাওয়ার জন্য আমার আর তর সইছে না।’

অজি অধিনায়ক আরও বলেন, ‘পাকিস্তান বিশ্বের একটি অংশ। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছে। বিশ্ব ক্রিকেট অনেক ভালো জায়গায় রয়েছে। পাকিস্তানও একটি ক্রিকেট জাতি হিসাবে উন্নতি করছে।’

ক্রিকেটে পাকিস্তানের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমি মনে করি, ক্রিকেট বিশ্বজুড়ে যাতে একটা জায়গা দখল করতে পারে। সেটা নিশ্চিত করার জন্য আমাদের সবকিছু করতে হবে। পাকিস্তানে খেলতে যেতে হবে। আমরা যদি তা না করি তবে আমরা খেলাটির ক্ষতি করছি।’

এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ১৯৯৮ সালের পর এটি অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তান সফর। শেষবার মার্ক টেলরের নেতৃত্বে অস্ট্রেলিয়া তিন টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল।

৪ মার্চ রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। পুরো মাসজুড়ে খেলা চলার পর ৫ ​এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ্করবে অজিরা। ৬ এপ্রিল দেশের বিমান ধরবে তারা

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাবর-শাহীনকে প্রশংসায় ভাসালেন পন্টিং

বাবর-শাহীনকে প্রশংসায় ভাসালেন পন্টিং

ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং-হেইডেন

ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং-হেইডেন

পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ