শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

তিন বছর পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন অজি ব্যাটার ট্রাভিস হেড। কিন্তু সিরিজ শুরুর দুই দিন আগে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন হেড। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস।

ঘরের মাঠের শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সে সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা।

পাকিস্তান সফরের টেস্ট সিরিজের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে চান ট্রাভিস হেড। এ কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজ নয় বরং ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডকেই প্রাধান্য দিচ্ছেন হেড। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে  নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার দলের সাথে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন ড্যানিয়েল স্যামস। বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিগব্যাশে দারুণ ছন্দে ছিলেন তিনি।

বল হাতে ১৯ উইকেট শিকার করে বিগব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন স্যামস। এছাড়াও মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪৪ বলে ৯৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি।

বিগব্যাশে ধারাবাহিকভাবে দারুণ খেলায় জাতীয় দলের মূল স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও আছেন স্টিভেন স্মিথ এবং ঝাই রিচার্ডসন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকলেও পাকিস্তান সিরিজে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ঝাই রিচার্ডসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাথা উচু করে বিদায় নিতেই ল্যাঙ্গারের পদত্যাগ

মাথা উচু করে বিদায় নিতেই ল্যাঙ্গারের পদত্যাগ

পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ

পাকিস্তানে যেতে মুখিয়ে আছেন অ্যারন ফিঞ্চ

ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং-হেইডেন

ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিলেন পন্টিং-হেইডেন

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক