শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন সাকিব, খেলছেন না পুরো আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন সাকিব, খেলছেন না পুরো আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৫তম আসর চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। এ সময় আইপিএল নয় বরং দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব দেশের হয়ে খেললেও ওই সময়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলবেন আইপিএল।

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। সেখানে তিন ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর আগেই বাজবে আইপিএলের ডামাডোল।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে দেশের হয়ে টেস্ট খেলতে আগ্রহ প্রকাশ করেছে সাকিব। এ কারণে আইপিএলের কিছু অংশও খেলবেন না তিনি।

শুধু আইপিএলের শুরুর দিকে নয়, মাঝখানের কিছুও সময় জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকবেন সাকিব আল হাসান। আইপিএল চলাকালীন শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেখানেও দলে থাকবেন সাকিব আল হাসান।

আইপিএলের নিলামের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে খেলোয়াড়দের ব্যস্ততার বিষয়টি জানতে চেয়েছিল দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেখানেই বিসিবি জানিয়েছে পুরো মৌসুমে খেলতে পারবেন না সাকিব। 

সাকিব আল হাসান পুরো মৌসুমে খেলতে না পারলেও পুরোটা সময়ে আইপিএলে থাকতে পারবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছিলেন মোস্তফিজ। এরপর থেকেই টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। এমনকি সাম্প্রতিক সময়ে তিনি টেস্ট দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। এ কারণেই আইপিএলের পুরোটা সময় খেলতে পারবেন কাটার মাস্টার।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম। সেখানে নিলামের থাকবেন সাকিব-মোস্তাফিজসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার।

সাকিবের আইপিএলে না থাকার বিষয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কায় আমাদের দুইটি টেস্ট আছে। সেখানে সাকিবকে রাখা হবে। দক্ষিণ আফ্রিকা সফরেও থাকবে। এ দুই সিরিজের মাঝের সময়ে সাকিব চাইলে আইপিএল খেলতে পারে। আমরা ওকে দুই সিরিজের দলেই রাখবো।’

সর্বশেষ আইপিএলের ১৪তম আসরের সময় শ্রীলঙ্কা সফরে দুইটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে সফর বাদ দিয়ে আইপিএলে মনযোগী হয়েছিলেন সাকিব আল হাসান। সে কারণে তাকে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল।

এদিকে আইপিএলের নিলামের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাট-বল হাতে দারুণ ছন্দে থাকা সাকিবকে দলে ভেড়াতে সবাই বেশ মুখিয়ে থাকবে এটাই ধারণা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি চূড়ান্ত

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি চূড়ান্ত

আইসিসির জানুয়ারি সেরা ক্রিকেটারের দৌড়ে ইবাদত

আইসিসির জানুয়ারি সেরা ক্রিকেটারের দৌড়ে ইবাদত

বাংলাদেশ ক্রিকেটের দুঃখ ‘শেষ বল’

বাংলাদেশ ক্রিকেটের দুঃখ ‘শেষ বল’

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব