টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ পিএম, ০৪ মার্চ ২০২২
টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ‍্যালান ডোনাল্ড

ফাইল ফটো

ওটিস গিবসন চলে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে নতুন পেস বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো স্বদেশী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ‍্যালান ডোনাল্ডকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (৪ মার্চ) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে। তাসকিন-মোস্তাফিজদের এ কোচ আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে কাজ শুরু করবেন। বাংলাদেশ দলের সফরের সময় ৫৫ বছর বয়সী ডোনাল্ড দলের সাথে যোগ দিবেন।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩০টি টেস্ট উইকেট এবং ২৭২টি ওয়ানডে উইকেট নিয়েছেন ডোনাল্ড। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার পেস বোলিং বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন অভিজ্ঞ এ কোচ।

ক্রিকেট ছাড়ার পর অবশ্য যোগ দিয়েছিলেন ধারাভাষ্যে। ২০০৭ সালে কিছু দিন কাজ করেন ইংল‍্যান্ডের বোলিং কোচ হিসেবে। এর থেকে এ পেশাতেই রয়েছেন তিনি। এর মাঝে ২০১৯ সালে আইসিসি হল অব ফেমে যুক্ত হয়েছে তার নাম।

টাইগারদের সর্বশেষ পেস বোলিং কোচ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। তবে চুক্তি মেয়াদ শেষ হওয়ার তার সাথে আর মেয়াদ বাড়ায়নি বিসিবি। এরপর টাইগার শিবিরের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসে যোগ দিয়েছেন তিনি

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে নতুন মুখ খালেদ আহমেদ

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলে নতুন মুখ খালেদ আহমেদ

আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান