অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৮ মার্চ ২০২২
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ খেলছে পাকিস্তান। টেস্ট সিরিজের পর সীমিত ওভারের সিরিজ খেলবে দু’দল। সীমিত ওভারের পাকিস্তান স্কোয়াডে ডাক পাননি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

তিন ম্যাচের ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টির জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দুই ফরম্যাটের কোনোটিতেই জায়গা হয়নি সরফরাজ এবং ইমাদ ওয়াসিমের।

সরফরাজ আহমেদে বদলি হিসেবে পাকিস্তান স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক মোহাম্মদ হারিস। আর ইমাদ ওয়াসিমের পরিবর্তে অভিষেকের অপেক্ষায় থাকা অসিফ আফ্রিদি।

দুইজনই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজ নিজ দলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন। সরফরাজ এবং ইমাদ ওয়াসিম ছাড়াও বাদ পড়েছেন মোহাম্মদ নাওয়াজ এবং শাদাব খান। ইনজুরি জনিত সমস্যায় তাদেরকে দলে ডাকেনি পিসিবি।

সর্বশেষ পিএসএলের সপ্তম আসরে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি সরফরাজ আহমেদ এবং ইমাদ ওয়াসিম। এ কারণেই তাদেরকে দল থেকে ছেটে ফেলেছে পাকিস্তান।

তিনি ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যে স্কোয়াড ঘোষণা করলেও টি-টোয়েন্টি দলে আছেন ১৭ ক্রিকেটার। ওয়ানডে স্কোয়াডে থাকার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দলে জায়গা পাননি তিন ক্রিকেটার। তারা হলেন- আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক এবং সৌদ শাকিল।

ওয়ানডে দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনেয়াজ দাহানি এবং উসমান কাদির।

টি-টোয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বিশ্বে এ মুহূর্তে বাবর সেরা ব্যাটার’

‘বিশ্বে এ মুহূর্তে বাবর সেরা ব্যাটার’

পিচ তৈরিতে অস্ট্রেলিয়ার কিউরেটর নিয়োগ দিল পিসিবি

পিচ তৈরিতে অস্ট্রেলিয়ার কিউরেটর নিয়োগ দিল পিসিবি

শফিকের পর বাবর-রিজওয়ানের ‘অবিশ্বাস্য’ ব্যাটিংয়ে পাকিস্তানের রক্ষা

শফিকের পর বাবর-রিজওয়ানের ‘অবিশ্বাস্য’ ব্যাটিংয়ে পাকিস্তানের রক্ষা

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ