রাজনৈতিক ‌‘কারণে’ রাওয়ালপিন্ডিতে হচ্ছে না অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৮ মার্চ ২০২২
রাজনৈতিক ‌‘কারণে’ রাওয়ালপিন্ডিতে হচ্ছে না অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের বিরোধী দল। এ উপলক্ষ্যে রাওয়ালপিন্ডিতে আন্দোলন করবে বিরোধী দলগুলো। এ কারণেই রাওয়ালপিন্ডি থেকে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। তবে এই সিরিজ চলাকালীনই আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দল। এ কারণেই সিরিজ রাওয়াল পিন্ডি থেকে সরিয়ে লাহোরে নিয়েছে পিসিবি।

সিরিজ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে লাহোরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী শেখ রাশেদ আহমেদ। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে রাওয়ালপিন্ডি থেকে লাহোরে এই সিরিজ সরিয়ে নেওয়া হয়েছে।’

পাকিস্তানের রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি। দুই শহরের মধ্যবর্তী অঞ্চলেই সাধারণত রাজনৈতিক সভা-সম্মেলন হয়ে থাকে। এই কারণেই এবারও সেইখানেই আয়োজিত হবে ইমরান খান বিরোধী সম্মেলন।

চলতি বছরের ২৯ মার্চ থেকে সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হবে দু’দল। তিন ওয়ানডের পাশাপাশি একটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপের ওয়ানডে সুপার লিগের অংশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ড্র করে টেস্ট সিরিজে সমতায় আছে। সিরিজের তৃতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বর্তমান অবস্থান লাহোর। সিরিজের বাকি অংশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই খেলবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই সরফরাজ-ইমাদ

পিচ তৈরিতে অস্ট্রেলিয়ার কিউরেটর নিয়োগ দিল পিসিবি

পিচ তৈরিতে অস্ট্রেলিয়ার কিউরেটর নিয়োগ দিল পিসিবি

শফিকের পর বাবর-রিজওয়ানের ‘অবিশ্বাস্য’ ব্যাটিংয়ে পাকিস্তানের রক্ষা

শফিকের পর বাবর-রিজওয়ানের ‘অবিশ্বাস্য’ ব্যাটিংয়ে পাকিস্তানের রক্ষা

পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম

পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম