পাকিস্তানে অস্ট্রেলিয়া স্কোয়াডে যোগ দিচ্ছেন ম্যাট রেনশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২২
পাকিস্তানে অস্ট্রেলিয়া স্কোয়াডে যোগ দিচ্ছেন ম্যাট রেনশ

চার সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়েই পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এরপর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ আর মিচেল মার্শ। তাদের বদলি হিসেবে পাকিস্তানে অজি স্কোয়াডে যোগ দিচ্ছেন ব্যাটার ম্যাট রেনশ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে ইনজুরিতে পড়েন স্টিভ স্মিথ। এ কারণে তাকে দেশে ফিরে যেতে হয়েছে। এর আগে সীমিত ওভারে স্কোয়াডে থাকা পেসার কেন রিচার্ডসন হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে পাকিস্তানে যেতেই পারেননি।

আর প্রথম ওয়ানডের আগের দিন সোমবার (২৮ মার্চ) অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মিচেল মার্শ। এ কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ইনজুরি আক্রান্ত স্কোয়াডে ক্রিকেটার সংকট ঠেকাতে ব্যাটার ম্যাট রেনশকে দলে অন্তর্ভূক্ত করেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সাথে যোগ দিবেন তিনি।

মঙ্গলবার (২৯ মার্চ) ম্যাট রেনশের দলের সাথে যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই দিনে লাহোরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে অ্যারন ফিঞ্চের দল।

এই ম্যাচের আগে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া দল। প্রথম ওয়ানডের আগে করোনা আক্রান্ত হয়েছেন অজি উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ। তাকে ছাড়াই প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশ অজিদের প্রতিনিধিত্ব করলেও এখনও রঙিন পোশাকে তার মাঠে নামা হয়নি। সাদা পোশাকে অজিদের জার্সিতে ১১ টেস্ট খেলেছেন তিনি। এ সময় তার ব্যাট থেকে ৩৩ দশমিক ৪৭ গড়ে এসেছে ৬৩৬ রান।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী রেনশ। এ সময় ৩৮ দশমিক ২৫ গড়ে করেছেন ১৩৭৭ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে সিরিজ খেলতে জুনে পাকিস্তান যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে সিরিজ খেলতে জুনে পাকিস্তান যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

পিসিবি এবং পাকিস্তানি ভক্তদের অতিথেয়তায় মুগ্ধ প্যাট কামিন্স

পিসিবি এবং পাকিস্তানি ভক্তদের অতিথেয়তায় মুগ্ধ প্যাট কামিন্স

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে : জাম্পা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে : জাম্পা

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন প্যাট কামিন্স

ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন প্যাট কামিন্স