পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৮ এপ্রিল ২০২২
পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ

পোর্ট এলিজাবেথে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচের শুরুতেই স্পিন আক্রমণ এনেছিলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। আর এতেই পোর্ট এলিজাবেথের ১৩৩ বছরের রেকর্ডে ভাগ বসান স্পিনার মেহেদি হাসান মিরাজ।

১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে পোর্ট এলিজাবেথে মাঠে নামে। এই ম্যাচে এক প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। সেই বোলারটি ছিলেন অফ স্পিনার জনি ব্রিগস।

জনি ব্রিগসের পর পোর্ট এলিজাবেথে আর কখনই স্পিনার দিয়ে বোলিং শুরু করেনি কোন দল। এবার সেই রেকর্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। মেহেদি হাসান মিরাজকে দিয়ে এক প্রান্ত দিয়ে বোলিং শুরু করান।

রেকর্ড ভাঙলেও বাংলাদেশের শুরুটাও মোটেও ভালো হয়নি। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট চালাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

দুই ওপেনার ডিন এলগার এবং শেরিল এরইউ মিলে ১২ ওভারে তোলেন ৫২ রান। ডান হাতি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ভাঙে এই জুটি। ব্যক্তিগত ২৪ রানে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪ ওভারে ৯১ রান। ক্রিজে আছেন অধিনায়ক ডিন এলগার এবং কিগান পিটারসেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে মুশফিক, তামিম

পাঁচ হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে মুশফিক, তামিম

লজ্জার দুঃস্মৃতি মুছে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের

লজ্জার দুঃস্মৃতি মুছে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

ঘুরে দাঁড়ানোর মিশনে ‘অচেনা ভেন্যু’ পোর্ট এলিজাবেথে বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর মিশনে ‘অচেনা ভেন্যু’ পোর্ট এলিজাবেথে বাংলাদেশ