ঘুরে দাঁড়ানোর মিশনে ‘অচেনা ভেন্যু’ পোর্ট এলিজাবেথে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ঘুরে দাঁড়ানোর মিশনে ‘অচেনা ভেন্যু’ পোর্ট এলিজাবেথে বাংলাদেশ

চতুর্থ দিনের শেষ বিকেলের আগ পর্যন্ত সমানতালে লড়াই করার পর ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। প্রথম টেস্টে ২২০ রানের বড় ব্যবধানে হারের লজ্জায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছেন টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।

শুক্রবার (৮ এপ্রিল) থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে পোর্ট এলিজাবেথে পৌঁছেছে মমিনুল বাহিনী।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কের ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ খেলার কোন অভিজ্ঞতা নেই। তবে দুই দিন আগে যাওয়ায় নতুন ভেন্যুতে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এদিকে, প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে ভালো করার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তিনি বলেন, “আমরা আরও শক্তিশালী হয়ে পরের টেস্টে ফিরে আসার চেষ্টা করবো। আশা করি, খেলোয়াড়দের জন্য ভালো একটি সুযোগ হবে।”

প্রথম টেস্টে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে দলে পাচ্ছে না বাংলাদেশ। তাসকিন ছাড়াও গোড়ালির সাথে আরও কিছু ইনজুরির জন্য প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি আরেক পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্ট থেকেও তিনি ছিটকে গেছেন। ইতিমধ্যে দু’জনেই বাংলাদেশে ফিরে এসেছেন।

তাসকিন-শরিফুল ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা করলে সে ক্ষেত্রে পেস অ্যাটাকে খালেদ আহমেদ-ইবাদত হোসেনের সাথে আবু জায়েদ রাহীকে দেখা যেতে পারে। এছাড়া দলে আছেন আরেক পেসার শহিদুল ইসলাম। এছাড়া পেটের পীড়ার কারণে প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

ডোমিঙ্গোকে শুধু শুধু বলির পাঠা বানানো হয় : নাজমুল হাসান

ডোমিঙ্গোকে শুধু শুধু বলির পাঠা বানানো হয় : নাজমুল হাসান

সাকিবকে ‘ক্ষমা’ চাইতে বললেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক

সাকিবকে ‘ক্ষমা’ চাইতে বললেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক

স্পিন বিষে নীল বাংলাদেশ, শত বছরেরও বেশি সময় পর প্রথম

স্পিন বিষে নীল বাংলাদেশ, শত বছরেরও বেশি সময় পর প্রথম