ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ওটিস গিবসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২১ এপ্রিল ২০২২
ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ওটিস গিবসন

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে রয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন। ইংলিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায় ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ হওয়ার জন্য সম্ভাব্য তালিকায় উপরের দিকেই রয়েছে সাবেক এই  উইন্ডিজ ক্রিকেটারের নাম।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ক্রিকেট পরিচালক রব কি ইংল্যান্ডের সাদা এবং লাল বলের ভিন্ন হেড কোচ নিয়োগের আশা করছেন। ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায় ওটিস গিবসনকে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ইসিবি।

বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ারের হেড কোচের দায়িত্বে রয়েছেন ওটিস গিবসন। চলতি বছরের জানুয়ারিতে তিন বছরের চুক্তিতে ইয়র্কয়াশায়ারে যোগ দেন তিনি। 

এর আগে ২০২০ সালের  জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গিবসন। ইংল্যান্ডে হয়ে এর আগে দুই দফায় কোচের দায়িত্ব সামলিয়েছেন এই সাবেক বাংলাদেশে বোলিং কোচ। ২০০৭-২০১০ এবং ২০১৫-২০১৭ সালে ইংলিশদের বোলিং কোচ ছিলেন তিনি। 

ইংলিশদের কোচিং প্যানেলে ২য় মেয়াদে দায়িত্ব পালনকালে বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলারের মত সিনিয়র ক্রিকেটারদের সাথে গিবসনের ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়েছিল। এমনকি ২০১৯ সালে গিবসনকে ইসিবি হেড কোচ না করায় হতাশা প্রকাশ করেছিলেন তারা। এমনটাও জানিয়েছে, ইংলিশ গণমাধ্যমগুলো 

ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাব্যদের তালিকায় শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের নামও রয়েছে। তবে ইংলিশদের সাদা বলের কোচ হওয়ার দৌড়ে মাহেলা জয়াবর্ধনে এগিয়ে আছেন বলেও জানা গেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সারা বছর ‘সমালোচিত’ জো রুট উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

সারা বছর ‘সমালোচিত’ জো রুট উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

ছয় মাস পর ফিরে শূন্য রানে আউট, চুরি হলো গাড়িও

ছয় মাস পর ফিরে শূন্য রানে আউট, চুরি হলো গাড়িও

ইংল্যান্ড টেস্ট দলে লিভিংস্টোনকে চান মাইকেল ভন

ইংল্যান্ড টেস্ট দলে লিভিংস্টোনকে চান মাইকেল ভন

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি