‘ড্রপ ইন পিচ’ বসাতে অস্ট্রেলিয়ান পরামর্শক নিয়োগ দিলো পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২২
‘ড্রপ ইন পিচ’ বসাতে অস্ট্রেলিয়ান পরামর্শক নিয়োগ দিলো পিসিবি

নিজেদের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে বড় অঙ্কের অর্থ খরচ করতে ড্রপ ইন পিচ বসানোর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। এবার সেই ড্রপ ইন পিচ বসাতে বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে পিসিবি। বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান ডামিয়ান হগ।

উপমহাদেশের উইকেট সবসময়ই স্পিন বান্ধব। এ কারণে উপমহাদেশের বাইরে গিয়ে বরাবরই লড়াই করে ব্যাটারদের। এই সমস্যা থেকে বের হয়ে আসতেই ড্রপ ইন পিচ বসাচ্ছে পাকিস্তান।

ড্রপ ইন পিচ বসানোর সকল কার্যক্রম পরিচালনা করতে ভূমিকা রাখবেন ডামিয়েন হগ। এছাড়াও পাকিস্তানের কিউরেটরদেরকে ড্রপ ইন পিচ রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দিবেন এই অজি।

হগ বর্তমানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের ক্রিকেটারদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময়ও করবেন।

ড্রপ ইন পিচ তৈরি করতে প্রথমে অস্ট্রেলিয়া থেকে মাটি আনবে পিসিবি। এরপর একাধিক ভেন্যুতে তা পরীক্ষা করে দেখবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড।

বিদেশি কিউরেটরদের নিজেদের দেশে নিয়ে আসার বিষয়টি পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ান এক কিউরেটরকে নিয়োগ দিয়েছিল পিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বোলিং অ্যাকশন ‘শুধরেছেন’ হাসনাইন, পরীক্ষার অপেক্ষা

বোলিং অ্যাকশন ‘শুধরেছেন’ হাসনাইন, পরীক্ষার অপেক্ষা

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

উইজডেনের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান

ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে নেদারল্যান্ড যাবে পাকিস্তান