সাদা পোশাকে মাঠে ফিরলেন আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২২
সাদা পোশাকে মাঠে ফিরলেন আমির

মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগী হয়েছেন এই তারকা পেসার। তবে হঠাৎই কাউন্টি ক্রিকেট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন তিনি।

সর্বশেষ ২০১৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপেই সাদা পোশাকে মাঠে নেমেছিলেন মোহাম্মদ আমির। এরপর থেকে আর লাল বলের ক্রিকেটের দেখা যায়নি তাকে। তবে এবার সেই কাউন্টি ক্রিকেট দিয়েই আবারও লাল বলের ক্রিকেটে ফিরলেন তিনি।

কাঁধের ইনজুরির কারণে নাসিম শাহকে পাচ্ছে না কাউন্টি দল গ্ল্যাস্টারশায়ার। তার বদলি হিসেবেই মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে দলটি। তবে গ্ল্যাস্টারশায়ারের সাথে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি করেন নি তিনি। 

দীর্ঘদিন পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে বেশ উচ্ছ্বসিত মোহাম্মদ আমির। তিনি বলেন, “কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ একটি প্রতিযোগিতা। গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠে নামতে তর সইছে না আমার।”

তিনি আরও বলেন, “আমি ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি। আমি খুব ভালো অনুভব করছি। আশা করছি দলের হয়ে ভালো পারফর্মও করতে পারব।”

কাউন্টি দল গ্ল্যাস্টারশায়ারও মোহাম্মদ আমিরকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত। এই বিষয়ে দলটির পারফর্মেন্স পরিচালক স্টিভ স্নেল বলেন, “আমিরের মানের একজন বোলারকে চুক্তি করাতে পেরে আমরাও খুব খুশি। নাসিম শাহ কয়েক সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন। আমির কোয়ালিটি বোলিং এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে আমাদের দলকে প্রথম শ্রেণির প্রতিযোগিতায় শক্তিশালী করতে পারবেন।”

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আমির। এই সময়ে তিনি শিকার করেছেন মোট ২৫৯ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭ ম্যাচে আমিরের শিকার ২৬০ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ড্রপ ইন পিচ’ বসাতে অস্ট্রেলিয়ান পরামর্শক নিয়োগ দিলো পিসিবি

‘ড্রপ ইন পিচ’ বসাতে অস্ট্রেলিয়ান পরামর্শক নিয়োগ দিলো পিসিবি

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

চার মাস পর মাঠে ফিরেই আবিদ আলির ফিফটি

বোলিং অ্যাকশন ‘শুধরেছেন’ হাসনাইন, পরীক্ষার অপেক্ষা

বোলিং অ্যাকশন ‘শুধরেছেন’ হাসনাইন, পরীক্ষার অপেক্ষা

ইনজুরিতে মাঠের বাইরে পাকিস্তানি পেসার নাসিম শাহ

ইনজুরিতে মাঠের বাইরে পাকিস্তানি পেসার নাসিম শাহ