ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৩ মে ২০২২
ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। তাই তো নতুন অধিনায়কের খোঁজে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর সাদা বলে ক্যারিবিয়ানদের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন পোলার্ডের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা নিকোলাস পুরান।

মঙ্গলবার (৩ মে) এক বিবৃতিতে নিকোলাস পুরানকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাটার শাই হোপ।

২০২১ সালে কাইরন পোলার্ডের সহকারী হিসেবে নিযুক্ত হন নিকোলাস পুরান। পোলার্ড সরার পর তার হাতেই তুলে দেওয়া হলো অধিনায়কত্বের দায়িত্ব। অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া পুরানের কাছে নতুন কিছু নয়। এর আগে আট টি-টোয়েন্টি এবং দুই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নিকোলাস পুরান। এর মধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানো সিরিজেও তিনিই অধিনায়ক ছিলেন।

অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে পুরান বলেন, “ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হতে পেরে আমি সত্যিই গর্বিত। অধিনায়ক মনোনীত হওয়া আসলেই এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের বড় অর্জন। আমি আমাদের ভক্ত-সমর্থকদের জন্য মাঠে দুর্দান্ত কিছু করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত ৯৪ ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে মোট ৩ হাজার ৩০০ রান।

তার সহকারী হিসেবে দায়িত্ব পাওয়া শাই হোপ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে। এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে ৩৮ টেস্ট, ৮৯ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৭৬৮ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টিতে কেমার রোচের বদলি হলেন কিউই পেসার গ্র্যান্ডহোম

কাউন্টিতে কেমার রোচের বদলি হলেন কিউই পেসার গ্র্যান্ডহোম

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ওটিস গিবসন

ইংল্যান্ডের হেড কোচ হওয়ার দৌড়ে ওটিস গিবসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কাইরন পোলার্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কাইরন পোলার্ড

ক্যারিবিয়ান সিরিজে বায়ো-বাবল রাখছে না পিসিবি

ক্যারিবিয়ান সিরিজে বায়ো-বাবল রাখছে না পিসিবি