চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডন গেলেন তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৬ মে ২০২২
চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডন গেলেন তাসকিন

দক্ষিণ আফ্রিকায় আঘাত পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ব্যথা নিয়ে প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় ম্যাচের আগেই ধরতে হয়েছিল দেশের বিমান। একই কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট সিরিজে নেই তিনি। এবার তিনি ছুটলেন লন্ডনে। সেখানেই কাঁধের চোটের বিষয়ে ডাক্তারি পরামর্শ নিবেন তাসকিন।

কাঁধের চোটের বিষয়ে ডাক্তারি পরামর্শ নিতে শুক্রবার (৬ মে) সকালে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। লন্ডনে ১০ মে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের তারিখ নেওয়া রয়েছে তার।

জানা গেছে, পরামর্শ নিতে লন্ডনে যেতে হলেও আপাতত তাসকিনের সার্জারির লাগছে না। তবে চিকিৎসকের পরামর্শ মতো ইনজেকশন বা লম্বা সময়ের জন্য পুনর্বাসন লাগতে পারে। সব কিছু শেষ করে তাসকিনের ১৫ মে দেশে ফেরার কথা রয়েছে। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর গত এক মাস বোলিং করতে পারেননি তাসকিন। কাঁধের চোট কিছুটা কমলেও স্বাভাবিক হয়নি এখনো। ফলে তাকে নিয়ে বড় কোনো শঙ্কা করছে না বিসিবি।

এদিকে, তাসকিনের একদিন আগে ইংল্যান্ড গেছেন তরুণ ডানহাতি পেসার অভিষেক দাস অরণ্য। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক দীর্ঘদিন ধরেই ভুগছেন পিঠের সমস্যায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৮ মে) ঢাকা আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে ১৫ মে এবং মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই বিশ্রামে রয়েছেন তাসকিন আহমেদ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ছেলের পর কন্যার বাবা হলেন তাসকিন আহমেদ

ছেলের পর কন্যার বাবা হলেন তাসকিন আহমেদ

জাতীয় দলে এখন লবিংয়ের কোনো সুযোগ নেই: মাশরাফি

জাতীয় দলে এখন লবিংয়ের কোনো সুযোগ নেই: মাশরাফি